Help line 01755-660522

Search
রক্তস্বল্পতা রোধে খেতে পারেন যেসব খাবার

রক্তস্বল্পতা বা রক্তশূন্যতা একটি ঝুঁকিপূর্ণ বিষয়। রক্তশূন্যতা অন্য রোগের সঙ্গে একটি উপসর্গ হতে পারে। কখনোবা নিজেই একটি রোগ হতে পারে। রক্তের হিমোগ্লোবিনের মাত্রা কোনো কারণে স্বাভাবিকের চেয়ে নিচে নেমে গেলে তাকে বলা হয় অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা। সাধারণত রক্তে হিমোগ্লবিনের মাত্রা 12g/dl এর নিচে নেমে গেলে আমরা তাকে রক্তস্বল্পতা বলে থাকি ।

নানা কারণে রক্তস্বল্পতা হতে পারে। রক্তের হিমোগ্লোবিন তৈরির অন্যতম প্রধান উপাদান হলো আয়রন। কোনো কারণে শরীরে আয়রনের উপস্থিতি কমে গেলে রক্তস্বল্পতা হয়। একে বলে আয়রনের ঘাটতিজনিত রক্তশূন্যতা। এ ছাড়া ভিটামিন বি ও ফলিক অ্যাসিডের অভাব, দীর্ঘমেয়াদি বিশেষ কিছু রোগ যেমন: দীর্ঘমেয়াদি কিডনি সমস্যা, যক্ষ্মা, রক্তের ক্যানসার, পাইলস, থ্যালাসেমিয়া, থাইরয়েড হরমোনের সমস্যা, রক্ত উৎপাদনকারীর মজ্জার সমস্যা, রক্তের লোহিত কণিকা নিজে নিজে ভেঙে যাওয়া, রক্তক্ষরণ ইত্যাদি কারণে রক্তস্বল্পতা হয়ে থাকে।

শুধুমাত্র খাবার দ্বারাই রক্তস্বল্পতা প্রতিরোধ করা সম্ভব। যেমন :

** খাদ্যতালিকায় আয়রন সমৃদ্ধ খাবারের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। যেমন মাংস, মাছ, বাদাম, সবুজ শাকসবজি, কচু, কলিজা এসব খাবার প্রচুর পরিমাণে খাবেন।
** ভিটামিন সি খাদ্য থেকে আয়রন শোষণে সাহায্য করে। টমেটো, লেবু, টক জাতীয় ফল, ক্যাপসিকাম এগুলো ভিটামিন সি এর ভালো উৎস
** খাদ্যতালিকায় পালং শাক যোগ করতে হবে। এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। এটি নিয়মিত গ্রহণ করলে রক্তস্বল্পতা থেকে সেরে উঠতে সাহায্য করবে। এর সাথে যোগ করতে হবে ১ টুকরো লেবু।
** কফি, চা রেড ওয়াইন আয়রন শোষণে বাঁধা দান করে। তাই আমাদের যাদের অ্যানিমিয়া আছে তাদের এসব পানীয় পরিহার করাই স্বাস্থ্যসম্মত।
** প্রতিদিন এক চা চামচ মধু আর এক চা চামচ ভিনেগার খাওয়ার অভ্যাস করুন। আপনি চাইলে এই সবগুলো একসাথে মিশিয়েও খেতে পারেন। মধুতে যথেষ্ট পরিমাণে আয়রন, মেঙ্গানিজ, কপার আছে।
** প্রতিদিনের খাদ্য তালিকায় ভিটামিন বি ১২ আর ফোলেট সমৃদ্ধ খাবার রাখুন। কমলা, কলা, মটরশুঁটি, খাদ্য, ডিম এইগুলোতে যথেষ্ট পরিমাণে ভিটামিন বি১২ আর ফোলেট আছে ।
** এক কাপ আপেলের জুসের সাথে এক কাপ বিট রুটের জুস আর চিনি মিশিয়ে প্রতিদিন একবার করে খান।
** একটি পাকা কলার সাথে এক টেবিল চামচ মধু মিশিয়ে প্রতিদিন খাবেন। এভাবে প্রতিদিন ২টি করে কলা মধুর সংমিশ্রণে খেতে হবে। আমরা সবাই জানি কলাতে অনেক আয়রন আছে সেই সঙ্গে মধুও যোগ করা হল ।

অ্যানিমিয়া সারাবার মুল মন্ত্রতন্ত্র খাবারের মধ্যেই নিহিত আছে। রক্তশূন্যতায় আক্রান্ত হলে সবার আগে নজর দিতে হবে প্রতিদিনের খাদ্যতালিকায়।

সবসময় চেষ্টা করতে হবে অ্যানিমিয়ায় আক্রান্ত হলে এর প্রতিকার না খুঁজে প্রথম থেকেই এর প্রতিরোধ গড়ে তোলার।

Nutritionist Adrita Afrin

Adrita Afrin
Fitness Nutritionist

I'm Adrita Afrin, a Fitness Nutritionist at Bio-Xin Cosmeceuticals with a focus on aesthetic nutrition. I hold an M.Sc. and a B.Sc. in Food and Nutrition from the College of Home Economics, now the College of Applied Human Science. I have over 3 years of experience in the nutrition sector, including 1.5 years specializing in aesthetic nutrition. My previous role was as a Nutrition Officer at Young Power in Social Action (YPSA) for two years in Cox's Bazar. Additionally, I have completed a certificate course in Therapeutic Nutrition and an internship at a Diet Counseling Center. My work is driven by my passion for building a versatile and challenging career in a positive and dynamic environment. Connect with me to learn more about my professional journey.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *