
বিয়ে প্রত্যেকের জীবনের এক বিশেষ মুহুর্ত। এই দিনটিতে সবাই চায় নিজেকে একবারে নিখুঁত ও অসধারণ দেখাবে। কিন্তু বিয়ের দিনটি যতই কাছে আসে, ততই বাড়ে টেনশন আর নানান ঝামেলা।
শাড়ি, গহনা, মেহেদি সব ঠিকঠাক রাখতে গিয়ে ত্বকের যত্নটাই যেন পিছিয়ে পড়ে। অথচ, ভালো একটা মেকআপ এর জন্য সবচেয়ে জরুরী হলো হেলদি স্কিন।
তাহলে উপায়?
বিয়ের ৬ মাস আগে থেকেই ত্বকের একটু এক্সট্রা কেয়ার নেওয়া শুরু করুন। একটি নিরাপদ, কার্যকরী, আর সহজ স্কিনকেয়ার রুটিনই আপনার ত্বকের সমস্যাগুলো কমিয়ে ন্যাচারাল গ্লো এনে দিতে পারে।
এই সব কিছু মাথায় রেখে বায়োজিন আপনার জন্য তৈরি করেছে একটি স্পেশাল ব্রাইডাল স্কিনকেয়ার রুটিন। চলুন দেখে নিই কিভাবে ফলো করবেন এই রুটিন।
স্কিনকেয়ার শুরু করুন বিয়ের ৬ মাস আগে থেকেই
অনেকেই বিয়ের ঠিক এক সপ্তাহ আগে ত্বকের যত্ন নিতে শুরু করেন। কিন্তু এত অল্প সময়ে তেমন রেজাল্ট তো দেখা যায়ই না বরং হঠাৎ নতুন প্রোডাক্ট ব্যবহারে ত্বকের উল্টো ক্ষতি হতে পারে।
আপনার ত্বকের সাথে যদি কোনো স্কিনকেয়ার প্রোডাক্ট না মেলে, তাহলে ব্রেকআউট, র্যাশ, বা রেডনেস দেখা দিতে পারে আপনার বিয়ের দিনই। তাই হাতে যথেষ্ট সময় নিয়ে স্কিনকেয়ার শুরু করা জরুরী।
তাই এ সময় বায়োজিন প্রথমেই ত্বকের ধরণ ও প্রয়োজন বুঝতে ডক্টর কনসালটেশন নিতে সাজেস্ট করে। এতে করে আপনি ত্বকের ক্ষতি এড়াতে পারবেন এবং আপনার ত্বকের জন্য উপযুক্ত প্রোডাক্ট বেছে নিতে পারবেন।
আপনার স্কিন এক্সপার্ট ডক্টরের সাজেস্ট করা প্রোডাক্টগুলো নিয়মিত ব্যবহার করা শুরু করুন যাতে বিয়ের আগে ত্বকে কোনো ধরনের ব্রেকআউট দেখা না দেয়।
কি ধরনের প্রোডাক্ট ও ট্রিটমেন্ট নিবেন এই সময়?
- ত্বককে সুরক্ষিত রাখতে প্রতিদিন একটি Gentle Cleanser, Vitamin C, Arbutin বা Kojic acid যুক্ত সিরাম, ময়শ্চারাইজার, ও উন্নতমানের সানস্ক্রিন বা সানব্লক (SPF 50+) ব্যবহার করুন
- ত্বকের উজ্জ্বলতা এবং আর্দ্রতা ফিরে পেতে মাসে একবার হাইড্রেটিং ফেশিয়াল ট্রিটমেন্ট করুন
- ত্বকের মৃত কোষ দূর করতে কেমিক্যাল পিলিং বা Microdermabrasion করুন
- আপনার শরীরের অবাঞ্ছিত লোম দূর করার জন্য নিতে পারেন একটি লেজার হেয়ার রিমুভাল ট্রিটমেন্ট
BioCare Arbutin Serum –বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন
ত্বকের ব্রাইটেনিং এবং টেক্সচার রিপেয়ারিং
আপনার বিয়ের আগে থেকে শুরু করুন দাগ ও পিগমেন্টেশন দূর করার ট্রিটমেন্ট। এতে ত্বক ধীরে ধীরে হবে আরও উজ্জ্বল, মসৃণ ও প্রাণবন্ত।
এই সময় প্রতিদিনের স্কিনকেয়ারের পাশাপাশি নিচের ট্রিটমেন্ট ও প্রোডাক্টগুলো ব্যবহার শুরু করুন:
- ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে Bio-Hydra Facial Treatment নিন
- ত্বককে রিপেয়ার করতে ডার্মাটোলজিস্টের পরামর্শ অনুযায়ী প্রোডাক্ট ও ট্রিটমেন্ট নিন
- ত্বকের বলিরেখা দূর করতে ব্যবহার করুন Retinol ও Peptide যুক্ত সিরাম
- মুখের সাথে সাথে শরীরের অন্যান্য স্থানের যত্নে ব্যবহার করুন Body Scrub এবং Brightening Treatment
এই রুটিন মেনে চললে আপনার ত্বক খুব সহজেই সজীব ও উজ্জ্বল হয়ে উঠবে।
১ মাস আগে ত্বককে দিন ফাইনাল টাচ
বিয়ের ১ মাস আগের সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এ সময়টা হলো শেষ মুহূর্তের সব প্রস্তুতির ফাইনাল টাচ। ঠিক তখনই ত্বকের দরকার একটু বাড়তি যত্ন। প্রতিদিনের স্কিনকেয়ার চালিয়ে যান নিয়ম মেনে। এর পাশাপাশি গুরুত্ব দিন ত্বকের গ্লো আর হাইড্রেশন ধরে রাখতে।
আপনার ত্বকের জন্য বায়োজিনের বিশেষ সাজেশন:
- প্রতি ১৫ দিনে একবার নিন Brightening & Glow Facial
- ত্বককে মসৃণ করতে নিন EPN Treatment
- চোখের নিচের কালি দূর করতে ব্যবহার করুন Vitamin K oxide বা Licorice যুক্ত সিরাম ও আই ক্রিম
- আপনার ঠোঁটকে নরম গোলাপি আর হাইড্রেটেড রাখতে ব্যবহার করুন Lip Scrub ও Lip Hydration Therapy
এভাবে আপনার ত্বককে প্রস্তুত করুন আপনার জীবনের সবচেয়ে স্পেশাল দিনের জন্য।
বিয়ের ১ সপ্তাহ আগে ত্বককে রাখুন হাইড্রেটেড এবং স্ট্রেস ফ্রি
বিয়ের যখন আর ১ সপ্তাহ বাকি তখন আপনি নিজেকে সবরকমের স্ট্রেস থেকে ছুটি দিন। এখন পুরোটা সময় ব্যস্ত থাকুন নিজেকে নিয়ে। এই সময় সেলফ কেয়ার খুবই গুরুত্বপূর্ণ।
এ সময় আপনার ত্বকে নতুন কোনো প্রোডাক্ট ব্যবহার করবেন না। প্রতিদিনের স্কিনকেয়ার রুটিনের সাথে নিচের ট্রিটমেন্টগুলো যোগ করতে পারেন:
- বিয়ের ৫/৬ দিন আগে নিয়ে নিন একটি Brightening / Glowing Facial Treatment
- ত্বককে সুদিং ও সজীব রাখতে Ice Therapy নিন
- ত্বকের ফোলাভাব কমাতে সুগার ফ্রি ডায়েট করতে পারেন
- দৈনিক ৮ ঘন্টা ঘুম আপনার ত্বককে আর্দ্র ও সুন্দর রাখতে সাহায্য করবে
- এই সময়ে অবশ্যই নতুন কোন প্রোডাক্ট ব্যবহার করবেন না
বিয়ের আগের দিন ত্বককে রিলাক্স রাখুন
আজ বাদে আগামীকাল আপনার সেই বিশেষ দিন। বিয়ের দিন মেকআপ হবে একটু ভারী, তাই আজ সারাদিন ত্বককে বিশ্রাম দিন। কোনো রকম কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট আজ ব্যবহার করবেন না।
যা যা করবেন:
- একটি হালকা ক্লিনজার দিয়ে ত্বক পরিষ্কার করুন
- এক টুকরো বরফ পাতলা একটি কাপড়ে পেঁচিয়ে সারা মুখে ঘষে নেবেন ত্বককে সুদিং করার জন্য
- লিপ বাম ও ময়শ্চারাইজার ব্যবহার করুন
যতটা সম্ভব আরাম করুন সারাদিন। এতে ত্বক থাকবে ফ্রেশ আর মন থাকবে হালকা। ঘুম ও বিশ্রাম শুধু ত্বকই নয়, আপনার মুডও করে দেবে চাঙা। ফলে আগামীকালের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে পারবেন প্রাণভরে।
শেষ কথা
অনেক নারীই বিয়ের মাত্র এক-দু’সপ্তাহ আগে ত্বকের যত্ন নিতে শুরু করেন। ফলাফল? নতুন প্রোডাক্টে ত্বকে দেখা দেয় ব্রণ, র্যাশ বা লালচে ভাব। তাই ত্বককে প্রস্তুত করুন আগে থেকেই।
নিয়মিত যত্নে ত্বক থাকবে স্বাভাবিক, মসৃণ আর উজ্জ্বল।
এই সময়ে সবচেয়ে জরুরী:
- স্ট্রেস ফ্রি থাকা
- পর্যাপ্ত পানি পান করা
- এবং ত্বককে পরিষ্কার রাখা
আর হ্যাঁ, নিখুঁত সৌন্দর্যের জন্য ফলো করুন আমাদের স্পেশাল স্কিনকেয়ার রুটিন।
আমাদের স্কিনকেয়ার রুটিনটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।
Recent Post
অ্যান্টি-এজিং স্কিনকেয়ার কবে শুরু করা উচিত?
- April 28, 2025
- 1 min read
ব্রাইডাল স্কিনকেয়ার প্ল্যান: কবে কোন ট্রিটমেন্ট করবেন?
- April 27, 2025
- 1 min read
ত্বকের লালচে ভাব কমানোর ৩টি কার্যকর উপায়!
- April 24, 2025
- 1 min read
স্কিন টাইপ অনুযায়ী সেরা স্কিনকেয়ার ট্রিটমেন্ট কোনটি?
- April 24, 2025
- 1 min read
মেকআপ ছাড়া উজ্জ্বল ত্বকের জন্য ‘Skin Minimalism’
- April 23, 2025
- 1 min read
ত্বকের ধরন অনুযায়ী মানুষের ভাগ্যচক্র বিশ্লেষণ
- April 22, 2025
- 1 min read
Categories
- Antiaging (6)
- Baby Care (2)
- Body Care (26)
- Breast Tightening (1)
- Customer Relationship (1)
- Dry Skin Care (3)
- Eye Care (2)
- Face Care (9)
- Food & Nutrition (36)
- FRECKLES (1)
- Hair Care (18)
- Health and Wellness (9)
- Hyperpigmentation & Melasma Care (4)
- Lip Care (1)
- Mole (2)
- News & Events (20)
- Oily & Acne Skin Care (1)
- Ramadan (10)
- Skin Care (86)
- Skincare Tips (20)
- Smart Skin care & Life Style (10)
- Social (10)
- Sun Protection (8)
- Supplements (1)
- Under Eye Dark Circle (1)
- Whitening & Brightening (4)
- Women's empowerment (2)
- Your problem our solution (4)
No Comments