Help line 01755-660522

Search
বাদামী তিল কিংবা কালচে দাগ আঘাত করছে সৌন্দর্য্যে? সমাধান বায়োজিনেই!

বয়স একটু বাড়তে থাকলে ত্বকে নানা ধরনের বাদামী বা খানিকটা কালো বর্ণের দাগ পড়তে শুরু করে। সেইসঙ্গে শুরু হয় ত্বকে ভাজপড়া। ত্বকের এসব দাগের মধ্যে থাকে বাদামী তিল, সানস্পট, মেছতার দাগ, তিল, ব্রনের দাগ, বয়সজনিত দাগ ইত্যাদি। বিশেষ করে মুখে এ ধরনের দাগ পড়লে ছেলে-মেয়ে বয়স্করা পর্যন্ত – উদ্বিগ্ন থাকেন। এদের ফ্রেকেলস বলা হয়। এর সমাধানে অনেকে ছুটে যান চর্মরোগ বিশেষজ্ঞ অথবা বিউটি পার্লারে। কিন্তু বেশীরভাগ ক্ষেত্রে ত্বকের দাগ চিকিৎসায় রোগীরা কাঙ্খিত ফল পাননা। আবার এই দাগগুলো নির্মূলে থাকে না উপযুক্ত কোনো প্রসাধনীও।

বাদামী তিল কিংবা কালচে দাগ আঘাত করছে সৌন্দর্য্যে? সমাধান বায়োজিনেই!

আবার দাগ দূর করে উজ্জ্বলতা বাড়ানো নকল ও ক্ষতিকর ক্রিমেরও অভাব নেই বাংলাদেশের বাজারে। তাই বেশীর ভাগ ক্ষেত্রেই প্রতারিত হয়ে আবার ছুটে যেতে হয় চর্মরোগ বিশেষজ্ঞের কাছে। তবে অধিকাংশ সময়ই এই দাগগুলো নিরাময় হয়না। এটা যেমন সত্য তেমনি যথাযথ চিকিৎসা, কসমেটিকস এবং উপযুক্ত সান্সক্রিন ব্যবহার করে আমরা অনেক ক্ষেত্রে মুখের দাগ হালকা করতে পারি। 

বাদামী তিল কিংবা কালচে দাগ আঘাত করছে সৌন্দর্য্যে? সমাধান বায়োজিনেই!

আর ফ্রেকেলসের সরাসরি স্থায়ী সমাধানে বায়োজিন কসমেসিউটিক্যালস নিয়ে এসেছে বায়ো কেয়ার সুদিং ফ্রেকেলস ক্রিম। এর ব্যবহারে বাদামী রঙের তিল দূর হবে পাশাপাশি ডার্কস্পটও চলে যাবে। প্রতিনিয়ত ব্যবহারে ফ্রেকেলসের দূর হবার পাশাপাশি পরবর্তীতে এর ফিরে আসার প্রবণতাও কমে আসবে। 

বাদামী তিল কিংবা কালচে দাগ আঘাত করছে সৌন্দর্য্যে? সমাধান বায়োজিনেই!

তার পাশাপাশি প্রচুর পরিমাণে সবুজ শাক-সবজি, রঙ্গিন ফল ও পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। পর্যাপ্ত পরিমাণে নিয়মিত ঘুমেরও প্রয়োজন আছে ত্বকের এই দাগগুলোকে নির্মূল করতে। 

বাদামী তিল কিংবা কালচে দাগ আঘাত করছে সৌন্দর্য্যে? সমাধান বায়োজিনেই!

তাই আর নয় বাদামী তিল নিয়ে অবহেলা, দাগমুক্ত ত্বকের জন্যে চলে আসুন আপনার নিকটস্ত বায়োজিনের ফেসিলিটিতে। 

বিস্তারিত জানতে কল করুন  01755660522

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *