লেমন অ্যান্ড সুগার লিপ স্ক্রাব

September 5, 2023



উপকরণঃ

  • টেবিল চামচ চিনি

  • / চা চামচ মধু

  • চা চামচ লেবুর রস




প্রস্তুত প্রণালীঃ

 ১। একটি ছোট বাটিতে চিনি, মধু এবং লেবুর রস ভালোভাবে মিশিয়ে নিন।

২।  এক বা দু মিনিটের জন্য স্ক্রাবটি আপনার ঠোঁটে সার্কুলার মোশনে আলাতোভাবে লাগিয়ে নিন। 

৩।  এবার হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৪। সবশেষে একটি ময়েশ্চারাইজিং লিপ বাম ব্যবহার করুন। 






উপকারিতাঃ

এই লিপবাম স্ক্রাবটি আপনার ঠোটকে এক্সফোলিয়েট করে ঠোঁটকে সফট রাখতে সাহায্য করে। ঠোঁটের ডেড সেল দূর করে এবং ঠোটকে গ্লোসি করে। লেমন জুস ঠোটের ডার্ক স্পট দূর করে ঠোটকে উজ্জ্বল করতে সাহায্য করে। মধু ঠোটের হাইড্রেশন ধরে রাখে। 


Back to top