Help line 09613 100 101

Search
কোঁকড়া চুলের যত্নে কিছু গুরুত্বপূর্ণ টিপস

কোঁকড়া চুল নিয়ে অনেকেরই বিড়ম্বনার কোনো শেষ নেই। এর-জন্য শুনতে হয় নানা অপ্রিয় মন্তব্য। আর সমাজের তৈরি করা কিছু অবাস্তব বিউটি স্ট্যান্ডার্ড ফলো করতে গিয়ে হারিয়ে ফেলি আমাদের ন্যাচারাল বিউটি। করে ফেলি রিবন্ডিং এর মতন বেশ কিছু কেমিক্যাল হেয়ার ট্রিটমেন্ট যা পরবর্তীতে চুলকে ড্যামেজ করে। অথচ কোঁকড়া চুলের রয়েছে আলাদা সৌন্দর্য! 

তাই নিজের ন্যাচরাল সৌন্দর্য কে হারিয়ে না ফেলে, চলুন দেখে আসি কিভাবে করতে হয় কোঁকড়া চুলের যত্ন।

শীতে কোঁকড়া চুলের যত্নে হেয়ার কেয়ার রুটিন

শীতে কোঁকড়া চুলের জন্য প্রয়োজন হয় একটু বিশেষ যত্ন। কোঁকড়া চুলের ক্ষেত্রে বেশির ভাগ সময়ই স্ক্যাল্প অনেক অয়েলি হলেও, চুল ড্রাই হয়ে থাকে। কারণ স্ক্যাল্প থেকে ন্যাচারাল অয়েল সহজে চুলে পৌছাতে পারে না। চলুন জেনে নিই কোঁকড়া চুলের যত্নে কিছু গুরুত্বপূর্ণ টিপস।

শ্যাম্পু:

স্ক্যাল্প থেকে অতিরিক্ত তৈলাক্ততা এবং বিল্ড আপ দূর করার জন্য সপ্তাহে ২-৩ বার হেয়ার ওয়াশ করুন। অতিরিক্ত হেয়ার ওয়াশ করা থেকে বিরত থাকুন, এতে চুল রুক্ষ হয়ে যায়। কোঁকড়া চুলের জন্য উপযোগী মাইল্ড শ্যাম্পু ব্যবহার করুন।

BioCare Hair Growth Biotin Shampoo – বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

কন্ডিশনার:

হেয়ার ওয়াশের পর কন্ডিশনার ব্যবহার করা জরুরি। ময়েশ্চারাইজিং এবং নারিশিং উপাদান যুক্ত কন্ডিশনার বেছে নিন, যা কোঁকড়া চুলের ময়েশ্চার ধরে রাখতে সাহায্য করে। চুলে কন্ডিশনার এপ্লাই করার পর মোটা দাঁতের চিরুনির সাহায্যে চুলের জট ছাড়িয়ে নিন। চুল উল্টে সামনের দিকে এনে, নিচের দিক থেকে উপরের দিকে স্কুইজ করুন, এতে করে চুলের ন্যাচারাল প্যাটার্ন ঠিক থাকবে। হেয়ার ওয়াশ করার সময় একই পদ্ধতি ফলো করুন। এরপর নরম সুতি কাপড় বা পুরনো টি-শার্টের সাহায্যে চুল মুছে ন্যাচারাল বাতাসে শুকিয়ে নিন। হেয়ার ড্রায়ার ব্যবহার করা থেকে বিরত থাকুন, এতে চুল অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়।

BioCare Hair Repairing Argan Oil Conditioner – বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

ময়েশ্চারাইজেশন:

চুল হালকা ভেজা থাকা অবস্থায়,একটি হেয়ার সেরাম ব্যবহার করুন যা কোঁকড়া চুলকে করবে স্টাইলিশ এবং ম্যানেজেবল। যেমন, Glyskin Care Hair Elixir। হাতের তালুতে পরিমাণ মতো এলিক্সির নিন। আলতোভাবে চুলে এপ্লাই করুন। লাইটওয়েট ফর্মুলায় তৈরি এই সিরাম, চুলকে নারিশড ও হাইড্রেটেড রাখে। ফ্রিজিনেস দূর করার পাশাপাশি এটি চুল উজ্জ্বল আর মজবুত করে তোলে।

কোঁকড়া চুলের যত্নে এই টিপসগুলো ফলো করুন, আর আত্মবিশ্বাসের সাথে উপভোগ করুন আপনার কোঁকড়া চুলের সৌন্দর্য। Glyskin Care Hair Elixir পাওয়া যাচ্ছে বায়োজিন কসমেসিউটিক্যালস-এ। তাই আজই চলে আসুন আপনার নিকটস্থ বায়োজিন ব্রাঞ্চে অথবা আমাদের ওয়েবপেজ ভিজিট করুন।

Glyskin Care Hair Elixir – বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

Kayanath Bashar
Branch Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *