
ত্বকের অবাঞ্ছিত লোম নিয়ে ঝামেলার যেন শেষ নেই। এই ছোট ছোট লোমগুলো ত্বকের যত্নে বড় বাধা হয়ে দাঁড়ায় – স্কিনকেয়ার প্রোডাক্টগুলো ত্বকের গভীরে পৌঁছাতে পারে না, আর ফাউন্ডেশন বা কনসিলারও মসৃণভাবে বসে না। অনেকেই থ্রেডিং বা ওয়াক্সিংয়ের জন্য ক’দিন পরপরই পার্লারে ঘুরে আসেন যা ত্বকের জন্য বেশ ক্ষতিকারক।
তাই ত্বকের পরিচর্যার জন্য অধিকাংশই নারীই আজকাল ফেসিয়াল রেজর বেছে নিচ্ছেন। ত্বকের অবাঞ্ছিত লোম দূর করতে বায়োজিন নিয়ে এসেছে- BioCare Women’s Razor। এই প্রোডাক্টটি যেমন কার্যকরী তেমনি নিরাপদ এবং আপনার ত্বককে এক্সফোলিয়েট করে মসৃণ ও উজ্জ্বল করে তোলে।
চলুন এক নজরে দেখে নিই ফেসিয়াল রেজর ব্যবহারের উপকারিতা, কিছু প্রচলিত ভুল ধারণা, ব্যবহারের নিয়ম আর সতর্কতা।
BioCare Women’s Razor
BioCare Women’s Razor একটি ফেসিয়াল রেজর যা মুখের হালকা লোম এবং ত্বকের উপরের মৃত কোষ ক্লিন করতে ব্যবহৃত হয়। দেখতে অনেকটা সাধারণ রেজরের মতো হলেও ফেসিয়াল রেজরের ব্লেড অনেক সূক্ষ্ম আর ত্বকের জন্য নিরাপদভাবে ডিজাইন করা।
আমাদের মুখের ত্বক অন্যান্য স্থানের চেয়ে তুলনামূলকভাবে খুবই নরম আর সেনসিটিভ হয়। তাই ফেসিয়াল রেজরগুলো এমনভাবে তৈরি করা হয় যাতে তা ত্বকে কোনো ক্ষতি না করে।
কেন ব্যবহার করবেন BioCare Women’s Razor ?
আপনি যদি কম সময়ে ঘরে বা যেকোনো জায়গাই আপনার ত্বকের অবাঞ্ছিত লোম দূর করে একটি ইনস্ট্যান্ট প্রফেশনাল গ্রুমিং লুক পেতে চান তবে BioCare Women’s Razor আপনার জন্য সবচেয়ে কার্যকরী ও সাশ্রয়ী প্রোডাক্ট।
- আপনার ত্বককে করে তোলে মসৃণ – ফেসিয়াল রেজরের সূক্ষ্ম ব্লেড ত্বকের লোম সরানোর পাশাপাশি মৃত কোষ ও তুলে ফেলে যা ত্বককে মসৃণ করে
- মেকআপের জন্য ত্বক প্রস্তুত করেঃ ত্বকের ফাইন লোম (পিচ ফাজ) সহজেই দূর করে, ফলে ত্বক হয় মসৃণ ও নিখুঁত মেকআপের জন্য একদম প্রস্তুত।
- বাড়িয়ে দেয় ত্বকের উজ্জ্বলতা – ত্বকের মৃত কোষ সরে যাওয়ায় ত্বক তার স্বাভাবিক উজ্জ্বলতা ফিরে পায় এবং স্কিন টেক্সচারের উন্নতি হয়
- ব্যবহার করা সহজ ও ব্যথাহীন – থ্রেডিং বা ওয়াক্সিংয়ের তুলনায় এটি একেবারেই ব্যথাহীন এবং ঘরে বসেই কয়েক মিনিটে করা যায়
- এক্সফোলিয়েশনের কাজ করে – ডার্মাপ্ল্যানিংয়ের মতো ফেসিয়াল রেজরও ত্বকের হালকা এক্সফোলিয়েশন করে, যা ত্বকের ময়লা দূর করে সজীব করে তোলে
ফেসিয়াল রেজর নিয়ে প্রচলিত ভুল ধারণা
মেয়েদের ফেসিয়াল রেজর নিয়ে অনেক ধরনের সত্য মিথ্যা ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে। চলুন এমন কিছু ভুল ধারণা দেখে নিই :
মিথ্যা: রেজর ব্যবহার করলে লোম ঘন ও মোটা হয়ে যায়
সত্য: এটি সবচেয়ে প্রচলিত ভুল ধারণা। আসলে রেজর লোমের গোঁড়া বা রুটে প্রভাব ফেলে না। রেজর শুধু ত্বকের উপরিভাগে থাকা লোম কাটে, তাই তা মোটা বা ঘন হয় না। তবে কাটা লোমের প্রান্ত ভোঁতা বা blunt থাকার কারণে নতুন লোম একটু মোটা বা শক্ত মনে হতে পারে।
মিথ্যা: রেজর ত্বকে দাগ ফেলে বা ক্ষতি করে
সত্য: যদি আপনি একটি ভাল মানের ফেসিয়াল রেজর ব্যবহার করেন এবং সঠিক নিয়ম মেনে ব্যবহার করেন, তাহলে ত্বকের কোনো ক্ষতি হয় না।আর BioCare Women’s Razor-এ আছে হাই-কোয়ালিটি ব্লেডস যা শেভ করার সময় কোন কাটা-ছেঁড়ার সম্ভাবনা কমিয়ে দেয়। বরং এটি মৃদু এক্সফোলিয়েশনও করে।
মিথ্যা: শুধু পুরুষরাই রেজর ব্যবহার করতে পারে
সত্য: বর্তমানে নারীদের জন্য বিশেষভাবে তৈরি ফেসিয়াল রেজর পাওয়া যাচ্ছে যা সম্পূর্ণ নিরাপদ এবং ফেমিনিন স্কিনের জন্য উপযোগী। সৌন্দর্য ও ত্বক পরিচর্যার ক্ষেত্রে তাই নারীরা সহজেই এই ফেসিয়াল রেজর ব্যবহার করতে পারেন।
মিথ্যা: রেজর ব্যবহার করলে মুখে ব্রণ বেড়ে যায়
সত্য: যদি পরিষ্কার ত্বকে এবং জীবাণুমুক্ত রেজর ব্যবহার করা হয়, তাহলে ব্রণের ঝুঁকি অনেক কমে যায়। তবে যাদের ত্বক সংবেদনশীল বা ব্রণপ্রবণ, তাদের উচিত প্রথমে ত্বকের সমস্যা সমাধান করা, তারপর রেজর ব্যবহার করা।
কিভাবে ব্যবহার করবেন আপনার ফেসিয়াল রেজর?
ফেসিয়াল রেজর ব্যবহার করার সময় কয়েকটি সাধারণ নিয়ম মেনে চলতে হবে যা আপনার ত্বককে নিরাপদ রাখবে। চলুন দেখে নিই কিভাবে ব্যবহার করবেন আপনার ফেসিয়াল রেজর।

- প্রতি দুই সপ্তাহে একবার পরিষ্কার ত্বকে ব্যবহার করুন। ব্যবহারের আগে ব্লেডটি অবশ্যই রাবিং অ্যালকোহল দিয়ে জীবাণুমুক্ত করুন। BioCare Women’s Razor শুকনা বা ভেজা-দুই অবস্থাতেই ব্যবহার করা যায়।
- এবারে অবাঞ্ছিত লোমযুক্ত স্থানে শেভিং জেল বা অয়েল এপ্লাই করুন।
- ত্বককে টানটান করে ধরে ৪৫ ডিগ্রি কোণে ব্লেডটি আলতোভাবে চালান এবং অবাঞ্ছিত লোম তুলে ফেলুন।
- ছোট ছোট, কোমল স্ট্রোক ব্যবহার করুন এবং লোমের গজানোর দিকেই ব্লেড চালান।
- যেখানে একটিভ ব্রণ বা কাটা-ছেঁড়া রয়েছে, সেখানে রেজর ব্যবহার এড়িয়ে চলুন।
- শেভ শেষ হলে মুখ ধুয়ে ময়েশ্চারাইজার বা অ্যালোভেরা জেল ব্যবহার করুন।
সতর্কতা
- আপনার ত্বকে কাটা-ছেঁড়া বা ব্রণ থাকলে ফেসিয়াল রেজর ব্যাবহার করা উচিত নয়
- যদি আপনার ত্বক সংবেদনশীল বা ব্রণপ্রবণ হয়, তাহলে প্রথমে ত্বকের সমস্যা ঠিক করুন।
- প্রতিবার ব্যবহারের পরে রেজরটি ভালোভাবে পরিষ্কার করে সংরক্ষণ করুন
- একটি ব্লেড একাধিক ব্যক্তি ব্যবহার করবেন না।
শেষ কথা
আপনার ত্বকের সৌন্দর্যই আপনার আত্মবিশ্বাসের ভিত্তি। কিন্তু অবাঞ্ছিত লোম আপনার ত্বকের সৌন্দর্য নষ্ট করার সাথে সাথে স্কিন টেক্সচার রুক্ষ করে তোলে। BioCare Women’s Razor হতে পারে আপনার জন্য একটি স্মার্ট স্কিনকেয়ার টুল।
তাই ফেসিয়াল রেজরের সব ভুল ধারণা ঝেড়ে জানুন এর সঠিক ব্যবহার। তাহলে সহজেই পেয়ে যাবেন মসৃণ ও উজ্জ্বল ত্বক।
ফেসিয়াল রেজর নিয়ে আপনার কি কি ভুল ধারণা ছিল? কমেন্ট করে জানিয়ে দিন আমাদের।
Recent Post
BioCare Women’s Razor: প্রফেশনাল গ্রুমিং ও মসৃণ
- May 15, 2025
- 1 min read
গরমে ক্লান্ত? হেলদি জুস-এর সাথে হোক ফিট
- May 15, 2025
- 1 min read
গরমে ডিহাইড্রেশন? হেলদি ও স্মার্ট লাইফস্টাইলের জন্য
- May 13, 2025
- 1 min read
গরমে বেজে গেলো ত্বকের বারোটা? জেনে নিন
- May 12, 2025
- 1 min read
গ্লুটাথিয়ন: আপনার শরীরের সুপার অ্যান্টি-অক্সিডেন্ট
- May 6, 2025
- 1 min read
ঘরোয়া ফেস প্যাক বনাম প্রফেশনাল ফেসিয়াল –
- May 5, 2025
- 1 min read
Categories
- Antiaging (6)
- Baby Care (2)
- Body Care (28)
- Breast Tightening (1)
- Customer Relationship (1)
- Dry Skin Care (3)
- Eye Care (2)
- Face Care (9)
- Food & Nutrition (36)
- FRECKLES (1)
- Hair Care (19)
- Health and Wellness (9)
- Hyperpigmentation & Melasma Care (4)
- Lip Care (1)
- Mole (2)
- News & Events (20)
- Oily & Acne Skin Care (1)
- Ramadan (10)
- Skin Care (92)
- Skincare Tips (20)
- Smart Skin care & Life Style (12)
- Social (10)
- Sun Protection (8)
- Supplements (2)
- Under Eye Dark Circle (1)
- Whitening & Brightening (4)
- Women's empowerment (2)
- Your problem our solution (4)
No Comments