Help line 01755-660522

Search
কফি অ্যান্ড কোকোনাট অয়েল আই সেরাম
কফি অ্যান্ড কোকোনাট অয়েল আই সেরাম

উপাদানঃ

  • ১  টেবিল চামচ কোকোনাট অয়েল
  • ১/২ হাফ চা চামচ কফি
কফি অ্যান্ড কোকোনাট অয়েল আই সেরাম

প্রস্তুতপ্রণালীঃ

১.একটি ছোটো বাটিতে কোকোনাট অয়েল ও কফি মিশিয়ে নিন।

২.চোখের নীচের অংশে আলতোভাবে সেরামটি লাগিয়ে নিন।

৩.সার্কুলার মোশনে কয়েক মিনিট ধরে ম্যাসাজ করুন।

৪.এভাবে ১০-১৫ মিনিট রেখে দিন।

৫.পানি দিয়ে ধুয়ে নিন। এরপর মুছে ফেলুন। 

উপকারিতাঃ

এই আই সেরামটি চোখের চারপাশের ডার্ক সার্কেল ও ফোলাভাব কমায়। কফি চোখের নিচের রক্ত চলাচল বৃদ্ধিতে সাহায্য করে এবং কোকোনাট অয়েল হাইড্রেশনে বজায় রাখে।

Dr. Duati Paul
Medical Officer

I'm Dr Duati paul, a medical officer with a focus on asthetic dermatologist. I hold Mbbs from Enam medical college and have 3 yrs of experience in aminulla medical centre in feni and different clinics in feni. My work is driven by my passion for asthetic dermatologist, and I believe in purpose; value;clarity and strength.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *