হলুদ ও টক দই এর ব্রাইটেনিং ফেস মাস্ক
উপাদানঃ
১.এক টেবিল চামচ টক দই
২.হাফ চা চামচ হলুদ গুড়ো
৩.এক চা চামচ মধু
প্রস্তুতপ্রণালীঃ
১.একটি বাটিতে দই, হলুদ গুড়ো ও মধু ভালোভাবে মিশিয়ে নিন।
২. এবার ফেস মাস্কটি লাগিয়ে নিন।
৩.মাস্কটি ১০-১৫ মিনিট রাখুন
৪.কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন এবং মুছে নিন।
৫. সবশেষে একটি ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
উপকারিতাঃ
এই ফেস মাস্কটি আপনার স্কিন টোনকে ইভেন করতে সহয়তা করবে। হলুদে আছে ন্যাচারাল অ্যান্টি-ইনফ্ল্যামাটোরি ও অ্যান্টি-অক্সিড্যান্ট উপাদান। দই ও মধু দেয় সুদিং ইফেক্ট।
No Comments