Help line 09613 100 101

Search
ব্রণ দূর করার সহজ ও কার্যকরী ক্রিমের নাম!

ব্রণ ত্বকের সৌন্দর্য ও উজ্জ্বলতাকে নষ্ট করে। এছাড়াও, ব্রণ চলে যায় ঠিকই কিন্তু রেখে যায় দাগ ও ক্ষত। এমনকি ত্বকে ক্ষুদ্র ক্ষুদ্র গর্তও দেখা দেয় ব্রণের কারণে। এজন্যই বিশ্বব্যাপী কমবেশি সবার কাছেই ব্রণ একটি আতঙ্কের নাম। তাহলে কি ব্রণ থেকে বাঁচার কোন উপায় নেই? অবশ্যই আছে।

সেজন্য দরকার ত্বকের সঠিক যত্ন ও নিজের স্কিন টাইপ অনুযায়ী সঠিক প্রোডাক্ট বাছাই করা। আর সেজন্য অবশ্যই আপনাকে ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিতে হবে। আর নিজের স্কিন টাইপ অনুযায়ী বেছে নিতে হবে সঠিক প্রোডাক্ট। চলুন তাহলে জেনে নেই ব্রণ দূর করার সহজ ও কার্যকরী ক্রিমের নাম –

নোভাক্লিয়ার একনি ক্রিম

বিস্তারিত জানতে ক্লিক করুন

অয়েলি, কম্বিনেশন আর একনি প্রোন স্কিনে ব্রণের প্রবণতা থাকে সবচাইতে বেশি। এই সমস্যার সমাধানে বায়োজিনে আছে Novaclear Acne Cream. যা ইউরোপিয়ান ব্র্যান্ডেড এবং ডার্মাটোলজিস্ট স্বীকৃত। এই ক্রিমের একটিভ উপাদান হিসেবে আছে স্যালিসাইলিক এসিড, প্যানথেনল এবং স্কুয়ালেন। যা আপনার স্কিনের ব্রণ, ইম্পিউরিটিস, মেকআপ ও ময়লা দূর করে।

স্যালিসাইলিক এসিড ত্বকে এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে এবং ত্বকে ব্রণের ব্রেকআউট হওয়া প্রতিরোধ করে। প্যানথেনলের অ্যান্টি-ইনফ্লেমেটরি প্রোপার্টিজ ত্বকের জ্বালাপোড়া, চুলকানি ও লালচে ভাব দূর করে। আর স্কুয়ালেন ত্বকের হাইড্রেটর হিসেবে কাজ করে। এছাড়াও, এতে থাকা ফুলের নির্যাস ও অন্যান্য হার্বাল উপাদান স্কিনকে রাখে সতেজ, ব্রণমুক্ত এবং উজ্জ্বল।

নোভাক্লিয়ার একনি ক্লিনজার

ত্বকের পরিচর্যায় ক্লিনজারের কোনো বিকল্প নেই। কেননা, ত্বক যত বেশি পরিষ্কার থাকবে তত বেশি ত্বকে লাবন্যতা ও উজ্জ্বলতা অটুট থাকবে। আর অপরিচ্ছন্ন ও তেল চিটচিটে ত্বকেই সবচেয়ে বেশি ব্রণের প্রবণতা দেখা দেয়। এই সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহার করতে পারেন Novaclear Acne Cleanser. যা আপনার স্কিনকে ডিপলি ক্লিন করে এবং স্কিনের পোরস থেকে অতিরিক্ত সিবামের নিঃসরণ বন্ধ করে। ফলে ত্বক তেল চিটচিটে হয় না এবং ব্রণের প্রবণতা কমে আসে।

বিস্তারিত জানতে ক্লিক করুন

এতে থাকা টি ট্রি ও গ্রীন টিয়ের নির্যাস ত্বকের ইরিটেশন বা জ্বালাপোড়া কমায়। অ্যালেনটয়েন আর প্যানথেনল ত্বককে করে ভেতর থেকে ময়েশ্চারাইজ। আর এই ক্লিনজারের অয়েল-ফ্রি ফর্মুলা আপনার ত্বকে আনে স্বাস্থ্যকর ও ফ্রেশ অনুভূতি। অয়েলি, কম্বিনেশন আর একনি প্রোন স্কিনের যত্নে অত্যন্ত কার্যকর এই ক্লিনজার নিয়মিত ব্যবহারে স্কিন থাকবে পরিষ্কার, স্বাস্থ্যকর এবং ব্রণমুক্ত।

নরম্যাকনে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ক্লিনজিং ফেসিয়াল জেল

বিস্তারিত জানতে ক্লিক করুন

স্কিন পরিষ্কারের জন্য ক্লিনজারের বিকল্প নেই। তবে বাজারে এমন অনেক ক্লিনজারই আছে যেগুলো স্কিন পরিষ্কার করে ঠিকই, কিন্তু ত্বকে জ্বালাপোড়া সৃষ্টি করে। এই সমস্যা থেকে বাঁচতে ব্যবহার করতে পারেন ডার্মাটোলজিস্ট স্বীকৃত Normacne Anti-Bacterial Cleansing Facial Gel. যা জ্বলাপোড়া বা ক্ষতি করা ছাড়াই আপনার স্কিনের অয়েলি ভাব ও ব্রণ নিয়ন্ত্রণ করবে; আর ত্বকে ফিরিয়ে আনবে স্বাভাবিক জ্যোতি।

জিঙ্কিডোন আর গ্রীন টি এর নির্যাস স্কিন থেকে সব ময়লা দূর করে। ব্রণের ব্যাকটেরিয়া ধ্বংস করে আর নতুন করে ব্রণ হওয়া থেকে ত্বককে দেয় সুরক্ষা। এর অ্যান্টি-সেপটিক প্রোপার্টিজ ত্বকের ইনফেকশন হওয়া প্রতিরোধ করে। হাইপোঅ্যালার্জেনিক হওয়ায় অয়েলি ও ব্রণ প্রবণ স্কিনেও ব্যবহার উপযোগী এই জেল।

নরম্যাকনে একনি স্পট ট্রিটমেন্ট

ব্রণ চলে যায় কিন্তু ব্রণের দাগ ত্বকের সৌন্দর্যকে নষ্ট করে ফেলে। এই সমস্যার ইর্মাজেন্সি সল্যুশন হচ্ছে ইউরোপিয়ান ব্র্যান্ডেড Normacne Acne Spot Treatment. যা ব্রণের দাগ দূর করার পাশাপাশি স্কিনের এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে। ফলে স্কিনের মৃত জমে থাকা কোষগুলো সরে যায় এবং স্কিনের বন্ধ পোরসের মুখ খুলে দেয়। ফলে স্কিন হয় দাগমুক্ত, মসৃণ ও উজ্জ্বল।

বিস্তারিত জানতে ক্লিক করুন

এতে থাকা Salicylic Acid ব্রণের দাগ ও স্কিন এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে। স্কিনের বন্ধ পোরসগুলো খুলে দেয়। আর Lauric Acid, Myristic Acid ও Oleic Acid এর সমন্বয়ে এর Oil Control Complex ফর্মুলা – স্কিন থেকে মৃত কোষ দূর করে, স্কিনের তেল চিটচিটে ভাব দূর করে। আর ত্বকে আনে নিখুঁত ও উজ্জ্বল ভাব। এই ক্রিমের Transparent formula এটিকে সারাদিন ব্যবহারের উপযোগী করেছে।

ডার্মাডিকস অ্যান্টি-একনি সিরাম

বিস্তারিত জানতে ক্লিক করুন

ব্রণের সহজ সমাধানের জন্য আছে Dermedics এর Anti Acne Serum Roll On. রোল অন ফর্মুলায় ব্রণের সমাধান হবে নিশ্চিন্তে। এই সিরাম আপনার স্কিনের ব্রণ, ব্রণের দাগ, স্কিনের বিবর্ণতা, চুলকানি, জ্বালাপোড়া এবং লালচেভাব দূর করতে সক্ষম।

এর মাল্টি একটিভ ফর্মুলা ব্রণ, ইম্পারফেকশন, হোয়াইটহেডস এবং ব্ল্যাকহেডস দূর করে। পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত এই প্রোডাক্টটি আপনার স্কিনের ব্রণ সংক্রান্ত যাবতীয় সমস্যার খুব সহজ সমাধান দিবে রোল অন ফর্মুলায়। প্রতিদিন ব্যবহারে অয়েলি এবং ব্রণ প্রবণ স্কিন হয়ে উঠে স্বাস্থ্যকর, উজ্জ্বল এবং ব্রণমুক্ত।

ওয়ান নাইট একনি প্যাচ

এতক্ষণ যা যা প্রোডাক্ট নিয়ে আলাপ করলাম তার সবকটাই মূলত দীর্ঘস্থায়ী সমাধানের জন্য। কিন্তু ব্যাপারটা যদি এমন হয় যে, আপনার ত্বকে পিম্পল অথচ আগামীকালকের দিনটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে করণীয় কি? তখন ভাববেন এমন যদি কোনো প্রোডাক্ট যেটা এক রাতের মধ্যেই পিম্পল গায়েব করে দিবে। আপনার এই ভাবনাকেই বাস্তবে রূপ দিয়েছে One Night Acne Solution Patch. রাতের বেলা ঘুমানোর আগে প্যাচটি মুখের আক্রান্ত স্থানে লাগিয়ে ঘুমিয়ে পড়ুন। পরদিন সকালেই সব ব্রণ গায়েব!

এতে থাকা Magnesium, Magnesium Oxide ও Hydrocolloid এর কম্বিনেশন জাদুর মতোই এক রাতের মধ্যে ব্রণ দূর করে। স্কিনের জ্বালাপোড়া ও অয়েলি ভাব দূর করে এবং ত্বকের পিএইচ লেভেল ঠিক রাখে। আর ব্রণের দাগও দূর করে স্কিনকে করে দাগহীন, মসৃণ ও উজ্জ্বল।

এছাড়াও, বায়োজিনে আছে নরম্যাকনে পোরস মিনিমাইজিং সিরাম, বায়ো কেয়ার একনি কিউর মাস্ক, ডাক্তার লাইট ট্রিটমেন্ট এবং পিম্পলের সিম্পল সল্যুশন প্লাজমা থেরাপি! তাহলে এবার কমেন্টে জানিয়ে দিন ব্রণ ঠিক কতটা ভুগাচ্ছে আপনাকে।

I'm Dr.Fabiha Ferdous Bristi, a Physician with a focus on Aesthetic Dermatology. I hold an MBBS degree from Gonoshasthaya Medical college and have more than 7 years of experience in healthcare industry. My work is driven by my passion for Aesthetic medicine, and I believe in Enlightened knowledge & Admirable service.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

85 replies on “ব্রণ দূর করার সহজ ও কার্যকরী ক্রিমের নাম!”

  • এন্টিনা চাকমা
    April 17, 2024 at 3:08 am

    আমি মুখের ব্রণ আর দাগ দূর করতে চাই,,কোনো ক্রিম হবে কিনা,,হোয়াইট হ্যাডস আর ফাংগাল একনে

  • Tanjina akter mukta
    May 13, 2024 at 6:32 pm

    Khub valo..

  • MD.rasel rana
    May 25, 2024 at 10:32 am

    মুখে ব্রণ এবং কালো দাগ দূর করতে কি করতে হবে

  • June 3, 2024 at 12:44 pm

    কালো দাগ কাটা দাগ ব্রন

  • June 3, 2024 at 4:58 pm

    আমি ব্যবহার কোরবো

  • Masud chowdhury
    June 26, 2024 at 4:04 pm

    To remove pimple spots on face what would be best for me?

  • Nurjahan
    August 7, 2024 at 6:09 am

    আমি মুখে ব্রনের দাগ দুর করতে চাই এবং মুখ গলা ফর্সা করতে চাই আমার জন্য কি ভালো হবে? আমার অয়েলি স্কিন

  • August 8, 2024 at 7:43 am

    What is the way to prevent the problem of acne?

  • August 14, 2024 at 12:56 am

    ব্রণ এবং ব্রণের দাগ দূর করার ক্রিম

  • August 17, 2024 at 11:19 am

    মূখে চোট ছোট বচাল থাকে এগুলো বের করতে পারি না আর মূখ দেখে মনে হয় অনেক বয়স কিন্তু আমার বয়স আল্প😑নাকে গালে আরও অনেক জায়গায় ব্রোন

  • August 21, 2024 at 4:39 pm

    আমার মুখে ব্রন

  • মাহজাবিন আহমেদ মার্জিয়া
    August 30, 2024 at 4:39 pm

    আমার মুখে অনেকগুলো ব্রন আছে ১-২মাস ধরে এই সমস্যায় ভুগতেছি।এখন আমার কিনকরা উচিত?

  • Imran kahn
    September 13, 2024 at 5:14 pm

    হঠাৎ করে,,, মুখের মধ্যে বিষফোঁড়ার মতো ছোট ছোট বিচি,,অনেকগুলো একসাথে উঠে,, দুইদিন একটু বেশি ঘামাই ছিলাম,,, এমনে আমি প্রতি দিন Betameson-N Cream ব্যবহার করতাম,,, এখন করনীয় কি?

  • নাদিয়া সুলতানা
    September 14, 2024 at 12:54 pm

    আমার ব্রন ব্রনের দাগ

  • September 16, 2024 at 1:59 pm

    ক্রিমটি কোথায় পাওয়া যাবে

    • Bio-Xin Team
      September 18, 2024 at 10:25 am

      বিস্তারিত জানতে বা অর্ডার করতে ভিজিট করুন – https://bioxincosmeceuticals.com/, http://m.me/BioXinCosmeceuticals অথবা কল করুন 01708411487/01708411471-472। বায়োজিন কসমেসিউটিক্যালস ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী,নারায়ণগঞ্জ, গাজীপুর, বগুড়া, কুমিল্লা, খুলনা।

  • October 22, 2024 at 7:36 pm

    মুখের কালো দাগ ও ব্রণ খুব বেশি

    • Bio-Xin Team
      November 4, 2024 at 5:43 am

      বিস্তারিত জানতে বা অর্ডার করতে ভিজিট করুন – https://bioxincosmeceuticals.com/, http://m.me/BioXinCosmeceuticals অথবা কল করুন 01708411487/01708411471-472। বায়োজিন কসমেসিউটিক্যালস ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী,নারায়ণগঞ্জ, গাজীপুর, বগুড়া, কুমিল্লা, খুলনা।

  • Joy sarker
    October 26, 2024 at 4:22 am

    Please message me

    • Bio-Xin Team
      November 4, 2024 at 5:42 am

      বিস্তারিত জানতে বা অর্ডার করতে ভিজিট করুন – https://bioxincosmeceuticals.com/, http://m.me/BioXinCosmeceuticals অথবা কল করুন 01708411487/01708411471-472। বায়োজিন কসমেসিউটিক্যালস ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী,নারায়ণগঞ্জ, গাজীপুর, বগুড়া, কুমিল্লা, খুলনা।

  • Faria Sultana Niha
    October 26, 2024 at 9:13 pm

    আমার ওয়েলি স্কিন, পোরাস আর একটির সমস্যা। ব্রণের গর্ত হয়ছে মুখে। এখন এর সমাধান কী?

    • Bio-Xin Team
      November 4, 2024 at 5:41 am

      বিস্তারিত জানতে বা অর্ডার করতে ভিজিট করুন – https://bioxincosmeceuticals.com/, http://m.me/BioXinCosmeceuticals অথবা কল করুন 01708411487/01708411471-472। বায়োজিন কসমেসিউটিক্যালস ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী,নারায়ণগঞ্জ, গাজীপুর, বগুড়া, কুমিল্লা, খুলনা।

  • নূরা
    October 27, 2024 at 1:11 pm

    অনেক অনেক বড় বড় ব্রন উঠে একটা ভালো হলে আরেকটা উঠে, এমন অবস্থায় কি করা উচিত

    • Bio-Xin Team
      November 4, 2024 at 5:41 am

      বিস্তারিত জানতে বা অর্ডার করতে ভিজিট করুন – https://bioxincosmeceuticals.com/, http://m.me/BioXinCosmeceuticals অথবা কল করুন 01708411487/01708411471-472। বায়োজিন কসমেসিউটিক্যালস ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী,নারায়ণগঞ্জ, গাজীপুর, বগুড়া, কুমিল্লা, খুলনা।

  • ইমরান
    October 27, 2024 at 4:54 pm

    মুখে ব্রণ অনেক হয়েছে অনেক ব্যাথা করে কিন্তু কমতাছে না অনেক ধরনের ক্রিম আছে দুর্দান্ত তিন-চার দিন সপ্তাহের ভিতরে এমন একটা ক্রিম দেন যেটা অনেক দ্রুত কাজ করে সব যা ব্রণের দাগ যেন উঠে যায়

    • Bio-Xin Team
      November 4, 2024 at 5:41 am

      বিস্তারিত জানতে বা অর্ডার করতে ভিজিট করুন – https://bioxincosmeceuticals.com/, http://m.me/BioXinCosmeceuticals অথবা কল করুন 01708411487/01708411471-472। বায়োজিন কসমেসিউটিক্যালস ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী,নারায়ণগঞ্জ, গাজীপুর, বগুড়া, কুমিল্লা, খুলনা।

  • October 27, 2024 at 5:06 pm

    Amar boroner somosa persi 5 bosor dore buste parsinah ki korbo

    • Bio-Xin Team
      November 4, 2024 at 5:41 am

      বিস্তারিত জানতে বা অর্ডার করতে ভিজিট করুন – https://bioxincosmeceuticals.com/, http://m.me/BioXinCosmeceuticals অথবা কল করুন 01708411487/01708411471-472। বায়োজিন কসমেসিউটিক্যালস ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী,নারায়ণগঞ্জ, গাজীপুর, বগুড়া, কুমিল্লা, খুলনা।

  • Aysha Siddika
    November 16, 2024 at 6:29 am

    ব্রণ এবং ব্রণের দাগ দূর করার ক্রিম

    • Bio-Xin Team
      November 16, 2024 at 8:19 am

      বিস্তারিত জানতে বা অর্ডার করতে ভিজিট করুন – https://bioxincosmeceuticals.com/, http://m.me/BioXinCosmeceuticals অথবা কল করুন 01708411487/01708411471-472। বায়োজিন কসমেসিউটিক্যালস ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী,নারায়ণগঞ্জ, গাজীপুর, বগুড়া, কুমিল্লা, খুলনা।

  • Md.Rasel Mir
    November 19, 2024 at 10:33 am

    মূখে হালকা গর্ত ব্রোন আছে তবে ব্রোন পাকে না কালো দাগ। আমি মেডেসিন ব্যবহার করতে পারি

    • Bio-Xin Team
      November 21, 2024 at 11:02 am

      বিস্তারিত জানতে বা অর্ডার করতে ভিজিট করুন – https://bioxincosmeceuticals.com/, http://m.me/BioXinCosmeceuticals অথবা কল করুন 01708411487/01708411471-472। বায়োজিন কসমেসিউটিক্যালস ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী,নারায়ণগঞ্জ, গাজীপুর, বগুড়া, কুমিল্লা, খুলনা।

  • Md Riyaz Uddin Masud
    November 23, 2024 at 9:20 am

    আমার মুখে অনেক ব্রণের কালো দাগ আর নখের দাগ আর ফক্সের ক্ষত দাগ হয়েছে এখন কোন ক্রিম লাগাবো এবং কি করতে হবে

    • Bio-Xin Team
      November 26, 2024 at 3:15 am

      বিস্তারিত জানতে বা অর্ডার করতে ভিজিট করুন – https://bioxincosmeceuticals.com/, http://m.me/BioXinCosmeceuticals অথবা কল করুন 01708411487/01708411471-472। বায়োজিন কসমেসিউটিক্যালস ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী,নারায়ণগঞ্জ, গাজীপুর, বগুড়া, কুমিল্লা, খুলনা।

  • November 26, 2024 at 8:38 am

    ইউরোপিয়ান ব্র্যান্ডেড Normacne Acne Spot Treatment

  • Akhi Ahmed
    November 27, 2024 at 5:54 pm

    আমার মুখে অনেক ব্রণ এবং ব্রণে দাগ,এইগুলা কোনোভাবেই যাচ্ছে না, আমার অয়েলি ফেইস কি ক্রিম ইউস করলে এইগুলা যাবে প্লিজ জানাবেন

    • Bio-Xin Team
      December 3, 2024 at 4:18 am

      বিস্তারিত জানতে বা অর্ডার করতে ভিজিট করুন – https://bioxincosmeceuticals.com/, http://m.me/BioXinCosmeceuticals অথবা কল করুন 01708411487/01708411471-472। বায়োজিন কসমেসিউটিক্যালস ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী,নারায়ণগঞ্জ, গাজীপুর, বগুড়া, কুমিল্লা, খুলনা।

  • হাসনাত
    December 7, 2024 at 6:46 am

    ব্রণের জন্য ছেলেদের কি সলিউশন আছে?
    আর দাম কত?
    হোম-ডেলিভারি দেয়া যাবে!

    • Bio-Xin Team
      December 8, 2024 at 10:08 am

      বিস্তারিত জানতে বা অর্ডার করতে ভিজিট করুন – https://bioxincosmeceuticals.com/, http://m.me/BioXinCosmeceuticals অথবা কল করুন 01708411487/01708411471-472। বায়োজিন কসমেসিউটিক্যালস ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী,নারায়ণগঞ্জ, গাজীপুর, বগুড়া, কুমিল্লা, খুলনা।

  • December 7, 2024 at 10:14 am

    আমার বয়স ১৭। এরং আমি ছেলে, আমার মুখ তৈলাক্ত এবং ৪ বছর যাবদ আমার মুখে ব্রণ উঠতেছে।আর মুখে ও ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত হয়েছে। এগুলা নিয়ে বেশি টেনশনে আছি। যদি কোন ফ্রেশওয়াস আর কোন ক্রিম ব্যবহার করব। জানালে অনেক উপকার হবে।

    • Bio-Xin Team
      December 8, 2024 at 10:08 am

      বিস্তারিত জানতে বা অর্ডার করতে ভিজিট করুন – https://bioxincosmeceuticals.com/, http://m.me/BioXinCosmeceuticals অথবা কল করুন 01708411487/01708411471-472। বায়োজিন কসমেসিউটিক্যালস ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী,নারায়ণগঞ্জ, গাজীপুর, বগুড়া, কুমিল্লা, খুলনা।

  • December 24, 2024 at 7:24 am

    ১০০% গ্যারান্টি সহকারে অরজিনাল নোভাক্লিয়ার একনি ক্রিম ও নোভা ক্লিয়া একনি ক্লনজার কিভাবে পাবো?

    • Bio-Xin Team
      December 30, 2024 at 5:51 am

      বিস্তারিত জানতে বা অর্ডার করতে ভিজিট করুন – https://bioxincosmeceuticals.com/, http://m.me/BioXinCosmeceuticals অথবা কল করুন 01708411487/01708411471-472। বায়োজিন কসমেসিউটিক্যালস ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী,নারায়ণগঞ্জ, গাজীপুর, বগুড়া, কুমিল্লা, খুলনা।

  • Sadia yasmin
    December 29, 2024 at 3:21 am

    ব্রণের দাগ ব্রণ দূর করতে এবং মুখের মধ্যে দানা দানা উঠে এসব কিভাবে দূর করব

    • Bio-Xin Team
      December 30, 2024 at 5:54 am

      বিস্তারিত জানতে বা অর্ডার করতে ভিজিট করুন – https://bioxincosmeceuticals.com/, http://m.me/BioXinCosmeceuticals অথবা কল করুন 01708411487/01708411471-472। বায়োজিন কসমেসিউটিক্যালস ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী,নারায়ণগঞ্জ, গাজীপুর, বগুড়া, কুমিল্লা, খুলনা।

  • December 29, 2024 at 4:13 pm

    আমার বয়স ১৮ আমি তিন বছর ধরে ব্রনের সমস্যায় ভুগছি কিন্তু এখন ব্রণে পুরো মুখ একাকার হয়ে গেছে আমার স্কিন টাইপ অয়েলি আবার মনে হয় সেনসিটিভ ও স্কিনে ছোট ছোট বাম্স ও বড় বড় ব্রোন আর এগুলো অনেক পেইন দেয় আমাকে

    • Bio-Xin Team
      December 30, 2024 at 5:54 am

      বিস্তারিত জানতে বা অর্ডার করতে ভিজিট করুন – https://bioxincosmeceuticals.com/, http://m.me/BioXinCosmeceuticals অথবা কল করুন 01708411487/01708411471-472। বায়োজিন কসমেসিউটিক্যালস ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী,নারায়ণগঞ্জ, গাজীপুর, বগুড়া, কুমিল্লা, খুলনা।

  • Sumiya Islam
    January 5, 2025 at 9:32 am

    আমার মুখের ব্রনের দাগ ও গর্ত দুর করতে চাই আমার অয়েলি স্কিন। কি ক্রিম ব্যবহার করতে হবে আমাকে

    • Bio-Xin Team
      January 8, 2025 at 3:55 am

      বিস্তারিত জানতে বা অর্ডার করতে ভিজিট করুন – https://bioxincosmeceuticals.com/, http://m.me/BioXinCosmeceuticals অথবা কল করুন 01708411487/01708411471-472। বায়োজিন কসমেসিউটিক্যালস ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী,নারায়ণগঞ্জ, গাজীপুর, বগুড়া, কুমিল্লা, খুলনা।

  • Sanjida Akther Surove
    January 14, 2025 at 9:03 am

    আমার স্কিনে প্রচুর ব্রণ দাগ রয়েছে আমি ব্রণ এবং ব্রণের দাগ দূর করতে চাই আমি কিভাবে এখান থেকে একটা প্রোডাক্ট নিতে পারি

    • Bio-Xin Team
      January 14, 2025 at 9:52 am

      বিস্তারিত জানতে বা অর্ডার করতে ভিজিট করুন – https://bioxincosmeceuticals.com/, http://m.me/BioXinCosmeceuticals অথবা কল করুন 01708411487/01708411471-472। বায়োজিন কসমেসিউটিক্যালস ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী,নারায়ণগঞ্জ, গাজীপুর, বগুড়া, কুমিল্লা, খুলনা।

  • MD Raihan Hossn
    January 22, 2025 at 5:43 pm

    আমার মুখে ব্রণ আমি ব্যবহার করতে চাই কিন্তু কি ভাবে পাবো Novaclear Acne Cleanser

    • Bio-Xin Team
      January 26, 2025 at 8:04 am

      বিস্তারিত জানতে বা অর্ডার করতে ভিজিট করুন – https://bioxincosmeceuticals.com/, http://m.me/BioXinCosmeceuticals অথবা কল করুন 01708411487/01708411471-472। বায়োজিন কসমেসিউটিক্যালস ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী,নারায়ণগঞ্জ, গাজীপুর, বগুড়া, কুমিল্লা, খুলনা,বরিশাল।

  • juwel rana
    January 28, 2025 at 8:59 am

    আমি কিভাবে পণ্যটি কিনতে পারি

    • Bio-Xin Team
      February 13, 2025 at 4:09 am

      বিস্তারিত জানতে বা অর্ডার করতে ভিজিট করুন – https://bioxincosmeceuticals.com/, http://m.me/BioXinCosmeceuticals অথবা কল করুন 01708411487/01708411471-472। বায়োজিন কসমেসিউটিক্যালস ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী,নারায়ণগঞ্জ, গাজীপুর, বগুড়া, কুমিল্লা, খুলনা,বরিশাল।

  • Shobuj
    March 2, 2025 at 5:26 am

    আমার মুখ অনেক অয়েলি, মুখে ব্রনের দাগ সাথে গর্ত হয়ে গিয়েছে, মুখ এবং গলা ফরসা করতে চায়, কি কি করণীয় ???

    • Bio-Xin Team
      March 6, 2025 at 3:52 am

      বিস্তারিত জানতে বা অর্ডার করতে ভিজিট করুন – https://bioxincosmeceuticals.com/, http://m.me/BioXinCosmeceuticals অথবা কল করুন 01708411487/01708411471-472। বায়োজিন কসমেসিউটিক্যালস ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী,নারায়ণগঞ্জ, গাজীপুর, বগুড়া, কুমিল্লা, খুলনা,বরিশাল।

  • আমার মুখে কিছুদিন পরপর ব্রন হয় অতিরিক্ত না হাল্কা কয়েকটা উঠে, যাওয়ার পরে দাগ থেকে যায় এরকম অনেক দাগ আছে, এসব দূর করতে কোন ক্রিম ব্যাবহার করা উচিত?

    • Bio-Xin Team
      March 25, 2025 at 5:06 am

      বিস্তারিত জানতে বা অর্ডার করতে ভিজিট করুন – https://bioxincosmeceuticals.com/, http://m.me/BioXinCosmeceuticals অথবা কল করুন 01708411487/01708411471-472। বায়োজিন কসমেসিউটিক্যালস ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী,নারায়ণগঞ্জ, গাজীপুর, বগুড়া, কুমিল্লা, খুলনা,বরিশাল।

  • Anamika
    March 22, 2025 at 9:40 am

    আমার মুখে ব্রণ হয় কিছুদিন পর পর আমি কিছু ইউজ করি না আমার শুষ্ক ত্বক বয়স ১৫ আর মুখে এলার্জি আছে এখন কি করতে পারি

    • Bio-Xin Team
      March 25, 2025 at 5:07 am

      বিস্তারিত জানতে বা অর্ডার করতে ভিজিট করুন – https://bioxincosmeceuticals.com/, http://m.me/BioXinCosmeceuticals অথবা কল করুন 01708411487/01708411471-472। বায়োজিন কসমেসিউটিক্যালস ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী,নারায়ণগঞ্জ, গাজীপুর, বগুড়া, কুমিল্লা, খুলনা,বরিশাল।

  • Mymuna jahan mim
    March 26, 2025 at 4:04 pm

    Oil e skin dag ar burn koro nio ki

    • Bio-Xin Team
      April 19, 2025 at 6:27 am

      বিস্তারিত জানতে বা অর্ডার করতে ভিজিট করুন – https://bioxincosmeceuticals.com/, http://m.me/BioXinCosmeceuticals অথবা কল করুন 01708411487/01708411471-472। বায়োজিন কসমেসিউটিক্যালস ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী,নারায়ণগঞ্জ, গাজীপুর, বগুড়া, কুমিল্লা, খুলনা,বরিশাল।

  • Rubaiya Tabassum Ritu
    April 10, 2025 at 1:04 pm

    Amr r amr mar mukhe onk bron hoy kichudin thake abr kichu din thake na ai problm solve krar jnne ki ki use krte hbe jdi aktu blten plz

    • Bio-Xin Team
      April 19, 2025 at 6:27 am

      বিস্তারিত জানতে বা অর্ডার করতে ভিজিট করুন – https://bioxincosmeceuticals.com/, http://m.me/BioXinCosmeceuticals অথবা কল করুন 01708411487/01708411471-472। বায়োজিন কসমেসিউটিক্যালস ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী,নারায়ণগঞ্জ, গাজীপুর, বগুড়া, কুমিল্লা, খুলনা,বরিশাল।

  • April 16, 2025 at 7:04 pm

    মেম কথা বলতাম আপনার সাথে

    • Bio-Xin Team
      April 19, 2025 at 6:27 am

      বিস্তারিত জানতে বা অর্ডার করতে ভিজিট করুন – https://bioxincosmeceuticals.com/, http://m.me/BioXinCosmeceuticals অথবা কল করুন 01708411487/01708411471-472। বায়োজিন কসমেসিউটিক্যালস ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী,নারায়ণগঞ্জ, গাজীপুর, বগুড়া, কুমিল্লা, খুলনা,বরিশাল।

  • April 20, 2025 at 6:16 am

    আমি আমার ব্রণ মুখ থেকে পিনিশ করতে চাই কি করবো এখন ভেবে পাচ্ছি না

    • Bio-Xin Team
      April 28, 2025 at 8:33 am

      বিস্তারিত জানতে বা অর্ডার করতে ভিজিট করুন – https://bioxincosmeceuticals.com/, http://m.me/BioXinCosmeceuticals অথবা কল করুন 01708411487/01708411471-472। বায়োজিন কসমেসিউটিক্যালস ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী,নারায়ণগঞ্জ, গাজীপুর, বগুড়া, কুমিল্লা, খুলনা,বরিশাল।

  • Md Ali Osman
    May 16, 2025 at 3:17 pm

    আমি ব্রণের চিকিৎসা করাতে চায়। কোন ডাক্তার ভালো হবে।

    • Bio-Xin Team
      June 4, 2025 at 3:22 am

      বিস্তারিত জানতে বা অর্ডার করতে ভিজিট করুন – https://bioxincosmeceuticals.com/, http://m.me/BioXinCosmeceuticals অথবা কল করুন 01708411487/01708411471-472। বায়োজিন কসমেসিউটিক্যালস ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী,নারায়ণগঞ্জ, গাজীপুর, বগুড়া, কুমিল্লা, খুলনা,বরিশাল।