সাধারণত ত্বকের চামড়া ঝুলে গেলে , ভাজ পড়লে আমরা বুঝে যাই বয়সের ছাপ পড়ে গেছে । বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকে ভাজ পড়ে। আবার অনেক সময় দেখা যায় অনেকের বয়স ৩০ পার না হতেই ত্বকে বয়সের ছাপ পড়ে যায়। অল্প বয়সে বুড়িয়ে যাওয়ার এই সমস্যায় ভোগেন নারী পুরুষ অনেকেই। এর কারণ অনেক ধরনের ই হতে পারে।
অতিরিক্ত মানসিক চাপ, আবহাওয়া, অস্বাস্থ্যকর জীবন যাপন, ত্বকের সঠিক যত্ন না নেয়ার , ত্বক বেশি রুক্ষ শুষ্ক থাকা ফলে অনেকের বয়স ৩০ পার না হতেই ত্বকে বয়সের ছাপ পড়ে যায়।
বয়সের ছাপ (Age impression) পড়ার কারণে যখন চেহারা দ্বিগুণ বয়সের দেখায়, তখন মন খারাপ হবে এটাই স্বাভাবিক ব্যাপার।
আমরা সবাই এই সমস্যার সমাধা চাই কেউ কেউ সঠিক সমাধান পাই আবার কেউ হয়ত পাই না। চলুন জেনে নেওয়া যাক বয়সের ছাপ কমানোর চিকিৎসা এবং ঘরোয়া পদ্ধতি গুলো ।
মুখে বয়সের ছাপ পড়ছে কি না বোঝার কিছু উপায় আছে। জানালেন উম্মে উবায়দা—
- ত্বক বারবার রুক্ষ ও শুষ্ক হয়ে যাবে
- চোখের নিচের অংশ কুঁচকে যাবে
- ত্বকে ছোট ছোট কালো তিল দেখা যাবে
- এ ছাড়া ত্বক পাতলা হয়ে যাবে
- ত্বকে ছোট ছোট গর্ত দেখা দেবে
- হাসির সময় চোখের কোনায় ভাঁজ পড়বে
- চামড়া ঝুলে যাবে ইত্যাদি।
চিকিৎসা:
বয়সের ছাপ কমানোর সঠিক ও কার্যকরী চিকিৎসা হয়ত আমাদের জানা নেই । অনেকেই এই সমস্যার জন্য চিকিৎসাই বেশি পছন্দ করে থাকে । কারণ আমরা সবাই জানি ঘরোয়া উপায়ের হয়ত কাজ ধীরে ধীরে করে যা চিকিতসায় অনেক দ্রুত হয়ে যায় । বয়সের ছাপ কমানোর জন্য Comfort Dual একটি উন্নতমানের প্রযুক্তি সম্পন্ন চিকিৎসা যার মাধ্যমে মাত্র কিছু মাসের মধ্যে বয়সের ছাপ যেমন : ফেস লিফটিন, ফেস কন্টরিং, রিংকেল, রিমুভাল, টাইটেনিং সেগি স্কিন, ডাবল চিন রিমুভ, পাফি আই সল্যুশন, ব্রাইটেনিং এন্ড গ্লোয়িং স্কিন টোন, স্কিন রিজুভেনেসন ।
এই সব সমস্যা সমাধানের more advanced treatment Comfort Dual যা আপনার এই সব সমস্যা সমাধান করে পারফেক্ট লুক দিবে।Comfort Dual treatment এর পর ভালো ফলাফল পেতে এন্টি অ্যাজিং সেরাম ব্যবহার করতে বলে দেওয়া হয় । ভালো ফলাফল পেতে অবশ্যই এন্টি অ্যাজিং সেরাম ব্যবহার করতে হবে
ঘরোয়া পদ্ধতিঃ
অনেকেই ঘোড়োয়া পদ্ধতি অনেক পছন্দ করে । বয়সের ছাপ মুছে ফেলার কিছু ঘরোয়া পদ্ধতি নিচে দেওয়া হল-
- দুধের স্বর, ও দুই-তিন ফোঁটা লেবুর রস মিশিয়ে মুখে দিতে পারেন।
- ডিমের সাদা অংশ, কমলার রস ও মধু একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। ২০-২৫ মিনিট রেখে কুসুম কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
- ত্বকের তারুণ্য ধরে রাখার জন্যে আলু খুব উপকারী একটি উপাদান। ত্বকে বয়সের ছাপ কমানোর জন্যে প্রতিদিন কমপক্ষে ১৫ মিনিট সময় নিয়ে আলু কুচি দিয়ে তৈরি ফেসমাস্ক অথবা আলুর রস মুখে লাগিয়ে রাখতে পারেন।
- বয়সের ছাপ দূর করতে ত্বকে শসার রস ব্যবহার করুন ।
- টমেটো ও আলু গ্রদ করে ত্বকে ২০-৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন । অনেক ভাল ফলাফল পাবেন ।
- নারিকেল তেল বয়সের ছাপ দূর করায় অসাধারন কাজ করে থাকে । রাতে ঘুমানোর আগে মুখে নারিকেল তেল ব্যবহার করুন ।
বিঃদ্রঃ আমরা হয়ত জানি না রোদে পোড়ার কারনে ত্বকে বিলিরেখা অরথাৎ বয়সের চাপ পড়ে , তাই বাইরে যাওয়ার আগে অবশ্যই সান্সস্ক্রিনব্যবহার করে বাইরে জেতে হবে ।
ধন্যবাদ