আজকাল চোখের নিচে কালো দাগ কম বেশি সবার চোখেই দেখা যায় । যখন কারো চোখে ডার্ক সার্কেলটা দেখা যায় তাহলে ধরে নিতে হবে, সে কোনো না কোনো অনিয়ম করছে। এছাড়াও ব্যতিক্রম কিছু হতে পারে ।
আজকাল নারী পুরুষ সবাই অনেক বেশি গেজেট ব্যবহার করে । চোখে ডার্ক সার্কেল হবার একটি গুরুত্ব পূর্ণ কারণ । এছারাও ডার্ক সার্কেল হবার অনেক কারন আছে । চলুন আমরা প্রথমে কারন গুলা যেনে নেই এবং এর পর এর সমাধান সম্পর্কে যেনে নেই ।
ডার্ক সার্কেল হবার কারন –
১। অতিরিক্ত গেজেট যেমন : মোবাইল , ট্যাব , ল্যাপটপ, কম্পিউটার ব্যবহার করার ফলে চোখের নিচে ডার্ক সার্কেল হয়
২। প্রয়োজনের থেকে কম ঘুমানো ডার্ক সার্কেল হবার জন্য দ্যায়ি ।
৩। অতিরিক্ত টেনশন করার ফলে ডার্ক সার্কেল হয়
৪। পানি কম খেলে ডার্ক সার্কেল হয় ।
৫। অনেকসময় হরমোনাল সমস্যা ও এর জন্য দ্যায়ি হয়ে থাকে ।
৬। ফ্যামিলিগত সমস্যা থেকে ডার্ক সার্কেল হতে পারে ।
৭। অনেক সময় কোন রোগ বা স্বাস্থ্য গত সমস্যা থেকেও এটা হতে পারে ।
ডার্ক সার্কেল দূর করার উপায় :
১। আলু ও শসা :
সপ্তাহে নিয়ম করে একবার বা দু’বার আলুর সঙ্গে শসা গ্রেট করে চোখে লাগিয়ে রাখুন বিশ মিনিট।
২। গ্রিন টি ব্যাগ :
গ্রিন টি ব্যগ পানি দিয়ে ভিজিয়ে নিয়ে ফ্রিজে রেখে দিন , তারপর টি ব্যাগটি চোখের নিচে রাখুন । এর ব্যবহারে ধীরে ধীরে ডার্ক সার্কেল চলে যাবে ।
৩। কাচা দুধ :
ঠাণ্ডা দুধ তুলায় লাগিয়ে চোখের চারপাসে রেখে দিন কিছু সময় পড়ে ধুয়ে ফেলুন এতে ডার্ক সার্কেল চলে যাবে ।
৪। টমেটো
এক চা চামুচ টমেটোর রসের সাথে এক চা চামুচ লেবুর রস মিশিয়ে চোখের নিচে লাগান। এতে চোখের কালো দাগ চলে যাবে ।
৫।এন্টি রিংকেল আই ক্রিম
চোখের কালো দাগ দূর করার বিশেষ ক্রিম আছে এর ব্যবহারে কালো দাগ দূর হয়ে যাবে । এর জন্য মাই রোজ আই ক্রিম অনেক ভাল । কারন এতে রয়েছে গোলাপের উপাদান যা চোখের নিচে কালো দাগ তারাতারি দূর করে । এতে আরও রয়েছে Eyeseryl and Hyaluronic Acid যা চোখের কালো দাগ দূর করে এবং আই রিঙ্কেল ও পাফিনেস ও কমায়
অনেক সময় কিছু খাবার খেলে চোখের ডার্ক সার্কেল দূর হয় যেমন :
১ । ভিটামিন কে
চর্বি সমৃদ্ধ খাবার খেলে চোখের নিচে কালো দাগ দূর হয় ।
২। লৌহ
শরীরে লৌহের অভাবে ক্লান্তি হয় যার ফলে ডার্ক সার্কেল হয় তাই পর্যাপ্ত পরিমাণে লৌহ জাতীয় খাবার খেতে হবে ।
৩। ভিটামিন সি
সিট্রাস বা টকজাতীয় ফল , স্ট্রবেরি ,পেয়ারা , কাচা ও লাল মরিচ ইত্যাদি ভিটামিন সি পাওয়া যায় । এই খাবার চোখের নিচে কালো দাগ দূর হবে ।
বিঃ দ্রঃ যদি কার বংশ গত সমস্যা থাকে তবে উপরিউক্ত কাজে ডার্ক সার্কেল হাল্কা হবে কিন্তু পুরোপুরি শেষ হবে না
Facebook Comments