Help line 09613 100 101

Search
ঈদের আগে স্কিনকেয়ার রুটিন: শুরু হোক আজ থেকেই

ঈদ মানেই আনন্দ, আড্ডা আর সাজসজ্জায় নিজেকে সেরা করে তোলার একটা উৎসব। কিন্তু নতুন জামা, মেকআপ, মেহেদী নিয়ে ব্যাস্ত থাকতে থাকতে ত্বকের যত্নটাই যেন নেওয়া হয়ে ওঠে না। গরম, ধুলোবালি, ডিহাইড্রেশন, আর শেষ মুহূর্তের ভুল স্কিনকেয়ার, সব মিলে আমাদের ত্বক যেন ঈদের আগেই ক্লান্ত হয়ে পড়ে।

তাই এই ব্লগে আজ আমরা ঈদের আগে ত্বকের সাধারণ সমস্যা, যত্ন এবং কোন ভুলগুলো এড়িয়ে চলবেন তা আলোচনা করব।

চলুন শুরু করা যাক।

ঈদের আগে ত্বকের সাধারণ সমস্যা

ঈদ হোক কিংবা যেকোনো অনুষ্ঠান, আপনার ত্বক হয়ে যায় প্রচুর ড্রামাটিক। একদিকে রোদে পুড়ে শুরু হয় ট্যনিং অন্যদিকে গরমে ত্বক ফেটে হয়ে যায় প্রাণহীন। আর রান্নাঘরের তেল মসলার সাথে তাল মিলিয়ে স্কিনে ব্রণ আর এলার্জির মতো ভিলেইনরা এক এক করে আসতে থাকে মঞ্চে।

চলুন দেখে নিই ঈদের আগে ত্বকে সাধারণত কি কি সমস্যা দেখা দিতে পারে।

সান ড্যামেজ ও আনইভেন স্কিন টোন

ঈদের শপিং, বাজার করা, আর আত্মীয়-স্বজনদের দাওয়াত দিতে রোদে তো ঘুরে বেড়াতেই হয়। এতে আপনার ত্বক সূর্যের সাথে হাত মিলিয়ে নিয়ে আসে ট্যানিং, কালচে দাগ আর আনইভেন স্কিন টোন; নষ্ট হয়ে যায় ত্বকের ন্যচারাল গ্লো।

ডিহাইড্রেশন

অফিস, শপিং মল বা বাসা, এই তীব্র গরমে এসি ছাড়া তো থাকাই হয় না। আর সাথে যদি পানি খাওয়া হয় কম, তাহলে তো কথাই নেই, ত্বক হয়ে ওঠে প্রাণহীন আর রুক্ষ। স্কিন তাই হাইড্রেশন হারিয়ে ফেটে চৌচির হয়ে যায়, মেকআপ ও ভালোভাবে বসে না।

ব্রণ ও স্কিন সেনসিটিভিটি

ঈদের আগে ঘর গোছানো আর রান্নাবান্না নিয়ে কম বেশি সব বাসাতেই টেনশন শুরু হয়ে যায়। আর এই স্ট্রেস থেকে ত্বকের সেনসিটিভিটি বেড়ে গিয়ে শুরু হয় ত্বকে এলার্জির আনাগোনা। আর আপনার ত্বক যদি সেনসিটিভ হয় তাহলে যেন শুরু হয় পূর্ণ দৈর্ঘ্য বাংলা ছায়াছবি “ব্রণ রিটার্ন্স – ঈদ এডিশন।”

অতিরিক্ত অয়েলিনেস ও ঘাম

গরমে ঘাম যেন আপনার ত্বকের পার্মানেন্ট গেস্ট! আর অতিরিক্ত ঘামের কারণে ত্বকের পোরসগুলো ও বন্ধ হয়ে যায়। এতে করে ত্বকের এক্সট্রা অয়েল মিলে চিটচিটে করে ফেলে। ফলাফল? আপনার ত্বক হয়ে ওঠে ব্রণ আর ব্ল্যকহেডসের আবাসস্থল।

শেষ মুহূর্তের স্কিনকেয়ার ভুল

ঈদের ২-৩ দিন আগে ফেসিয়াল, স্ক্রাবিং বা কেমিক্যাল পিলিং করা যেন আমাদের ট্র্যডিশনের ই একটা অংশ। কিন্তু এই চটজলদি স্কিন ফিট করতে গিয়ে উল্টো ক্ষতি হতে পারে আপনার ত্বকের। ক্ষতিকর কেমিক্যালের সংস্পর্শে এসে ত্বকে লালচে হয়ে র‍্যাশ দেখা দিতে পারে, সাথে বেড়ে যায় ত্বকের সংবেদনশীলতা।

খাদ্যাভ্যাসজনিত সমস্যা

ঈদের স্পেশাল খাবার মানেই ঘি, মসলা আর অনেক অনেক তেল। এতে করে শরীরের ডাইজেস্টিভ সিস্টেম যেন অবরোধ ঘোষণা করে। আর এর ফলাফল সরাসরি দেখা যায় আপনা্র ত্বকের ব্রণ আর র‍্যাশের মাধ্যমে।

ঈদের আগের স্কিনকেয়ার রুটিন

ঈদের ঠিক এক সপ্তাহ আগে থেকেই ত্বকের জন্য দরকার বিশেষ যত্ন, আর তার জন্য চাই সঠিক প্ল্যান। আপনার ঈদের আগের স্কিনকেয়ার রুটিনে প্রয়োজন ন্যাচারল ইনগ্রেডিয়েন্টস, শিট মাস্ক আর সঠিক সানস্ক্রিনের। সাথে যদি আপনি ঠিকভাবে ময়েশ্চারাইজ করেন, তবে ঈদের দিন আপনার ত্বকই হয়ে উঠবে আসল ঈদ গিফট। আর ঈদের পর ত্বককে একটু আদর যত্নে পরিষ্কার তো করতেই হবে।

চলুন দেখে নিই কেমন হতে পারে আপনার ঈদের আগের স্কিনকেয়ার রুটিন।

ঈদের এক সপ্তাহ আগে

  • ত্বককে রাখুন ময়শ্চারাইজড: প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন। আপনার স্কিন টাইপ অনুযায়ী একটি হাইড্রেটিং ময়েশ্চারাইজার বেছে নিন।
  • ত্বককে পরিষ্কার রাখা অত্যন্ত জরুরী: ত্বকের মৃত কোষ দূর করতে এখন ই এক্সফোলিয়েশন করে নিন।
  • স্কিনকে রাখুন রোদ থেকে সুরক্ষিত: এই সময়টা প্রায়ই বাইরে কাটে, তাই সানস্ক্রিন বা সানব্লক ছাড়া বের হবেন না। SPF 50+ বা তার বেশি এবং ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিন বা সানব্লক ব্যবহার করুন
  • স্কিনকেয়ার নিয়ে এক্সপেরিমেন্ট করবেন না: এখন নতুন স্কিনকেয়ার নিয়ে এক্সপেরিমেন্ট করার সময় না। মিনিমাল কিন্তু কার্যকরী স্কিনকেয়ার যেমন ময়েশ্চারাইজার, সানস্ক্রিন আর হালকা ক্লিনজার বাদে বেশি কিছু ব্যাবহার না করাই ভালো এই সময়।

BioCare Exfoliating Face Serum – বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

ঈদের তিন দিন আগে

  • হাইড্রেটিং শিট মাস্ক: আপনার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এখন ঘরে বসে ব্যবহার করুন হাইড্রেটিং শিট মাস্ক।
  • ফেসিয়াল ট্রিটমেন্ট: ঈদের দিন গ্লোয়িং স্কিন পেতে আজ আপনি নিয়ে নিতে পারেন Bio Hydra- এর মতো ন্যাচারাল ফেসিয়াল ট্রিটমেন্ট।

আর সাথে প্রতিদিনের স্কিনকেয়ার রুটিন অবশ্যই চালিয়ে যাবেন।

Premium Bio Hydra Facial – বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

ঈদের দিনের স্কিনকেয়ার

আজ সারাদিন ত্বকের উপর প্রচুর ধকল যাবে। তাই যত কম প্রোডাক্ট ব্যবহার করা যায় ততই ভালো।

  • প্রথমে লাইটওয়েট ময়েশ্চারাইজার ব্যবহার করে ত্বকের হাইড্রেশন নিশ্চিত করুন
  • যদি মেকআপ করতেই হয় তবে যতটা সম্ভব কম প্রোডাক্ট ব্যবহার করুন
  • রাতে অবশ্যই মেকআপ ভালো করে তুলে ফেলতে হবে ডাবল ক্লিনজিং করে

BioCare Ultra Hydra+ Moisturizing Cream – বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

ত্বকের যত্নে সাধারণ ভুল এড়ানোর উপায়

  • ঈদের আগে আপনার স্কিনে নতুন কোনো প্রোডাক্ট ব্যবহার করবেন না, এতে স্কিন ইরিটেটেড হয়ে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে
  • আপনার ত্বকের ধরন বুঝে সপ্তাহে ২-৩ বার এক্সফোলিয়েশন করা ভালো, কিন্তু অতিরিক্ত এক্সফোলিয়েশনের কারণে ত্বক লালচে হয়ে ন্যাচারাল ব্যারিয়ার নষ্ট হয়ে যায়।
  • সানস্ক্রিন বা সানব্লক ছাড়া বাইরে বের হবেন না
  • পর্যাপ্ত পানি পান করুন, নাহয় গরমে শরীর ও ত্বকে নানা সমস্যা দেখা দেবে
  • পাশাপাশি হাইড্রেটিং স্কিনকেয়ার প্রোডাক্ট ব্যবহার করুন ত্বকের হাইড্রেশন ধরে রাখার জন্য

এই নিয়মগুলো মেনে চললে আপনার ত্বক থাকবে সজীব ও উজ্জ্বল।

শেষ কথা

ঈদের ত্বকের যত্ন মানে শুধু মেকআপ নয়, বরং ভিতর থেকে সুস্থ ও উজ্জ্বল ত্বক তৈরির প্রস্তুতি। সান ড্যামেজ, ব্রণ, তেলতেলে ভাব বা স্কিনকেয়ারের ভুল, একটি সঠিক স্কিনকেয়ার রুটিনের মাধ্যমে এই সব স্কিন প্রবলেম মোকাবেলা করা সম্ভব।

ঈদের আগে থেকেই হাইড্রেশন, সানস্ক্রিন, মিনিমাল আর স্কিনকেয়ার আপনাকে এনে দিতে পারে সেই কাঙ্ক্ষিত ‘ঈদ গ্লো’। মনে রাখবেন, ত্বকের যত্নে হুটহাট সিদ্ধান্ত নয়, সচেতনতা ও ধারাবাহিকতা সবচেয়ে জরুরি।

আপনার ত্বকের সমস্যা বা কোন টিপস সবচেয়ে কাজে লেগেছে, সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার বন্ধু বা পরিবারেও কেউ যদি ঈদের আগে ত্বক নিয়ে টেনশনে থাকে, তাহলে শেয়ার করুন এই গাইড; কারণ গ্লোয়িং স্কিন সকলের অধিকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *