Help line 09613 100 101

Search
ত্বক ও রাশির ক্যামিস্ট্রি - আপনি হবেন গ্লোয়িং আর স্ট্রেস ফ্রি!

আপনার রাশিফলের সাথে যেমন আপনার প্রেম ভাগ্য বা অফিসের বসের মেজাজ নির্ভর করে, তেমনি নির্ভর করে আপনার স্কিনকেয়ার রুটিন। মেষ রাশির মতো সারাদিন যদি খেটে বেড়ান অথবে মীন রাশির মতো যদি আবেগে ভেসে যান তবে আপনার ত্বকেরও প্রয়োজন তেমন যত্ন

চলুন দেখে নিই ফায়ার, ওয়াটার, আর্থ আর এয়ার, এই চার উপাদানের ছোঁয়ায় কেমন হওয়া উচিত আপনার স্কিনকেয়ার রুটিন।

ফায়ার সাইন

মেষ, সিংহ আর ধনু, এই তিনটি রাশি আগুন দ্বারা প্রভাবিত। এই রাশির জাতকেরা সাধারণত সাহসী, উদ্যমী, ও চটপটে স্বভাবের হয়ে থাকে। সারাদিন রোদে ঘুরে বেড়ানো কিংবা অল্পতেই রেগে আগুন হয়ে যাওয়া তাদের প্রিয় দুইটি কাজ।

আপনি যদি এই ফায়ার সাইনের রাশিগুলোর যেকোনো একটার জাতক হন, তবে আপনার স্কিনকেয়ার রুটিন এভাবে সাজিয়ে নিনঃ

  • রোদে যখন ঘুরেই বেড়াবেন তখন অবশ্যই SPF 50+ সান-প্রোটেকশন ব্যবহার করুন
  • অতিরিক্ত রাগে ত্বকে যেন ফাইন লাইন না পড়ে তাই Retinol যুক্ত ক্রিম ব্যবহার করুন
  • অ্যালোভেরা বা গ্রীন টি এক্সট্রাক্ট যুক্ত সুদিং সিরাম আপনার ত্বককে যেমন সুন্দর রাখবে, তেমনি কমাবে আপনার রাগ

BioCare Acne & Oil Control Sunscreen Moisturizer SPF 60+ – বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

ওয়াটার সাইন

আপনি যদি কর্কট, বৃশ্চিক বা মীন রাশির জাতক হন তবে আপনি ওয়াটার সাইনের অন্তর্ভুক্ত। স্বভাবতই আপনি খুব আবেগপ্রবণ, সংবেদনশীল আর কিছুটা অন্তর্মূখী। আপনার প্রেমে যেমন জল ঝড়ে তেমনি কেউ স্কিন কমপ্লিমেন্ট না দিলেও চোখের জল ঝড়ান।

তাই আপনার স্কিনকেয়ার রুটিনে থাকা দরকার ত্বককে উজ্জ্বল আর হাইড্রেটেড রাখার সব উপাদান। যেমন:

  • আপনার দিন শুরু করুন হাইড্রেটিং ক্লিনজার আর সিরামের সাথে
  • আর রাতে ত্বকে মেখে নিন ভাল ময়শ্চারাইজার, যা ত্বককে উজ্জ্বল করার পাশাপাশি ওভারথিংকিং কমিয়ে আনবে
  • আর ঘরে যখন বেশি বেশি থাকছেন ই, তখন সপ্তাহে ১-২ বার এক্সফোকিয়েশনও করে নিন

আর্থ সাইন

বৃষ, কন্যা আর মকর রাশির জাতকেরা যেন পৃথিবীর মতই ধৈর্যশীল আর স্থিতিশীল হয়ে থাকেন। রুটিনমাফিক কাজ শেষ করতে তাদের জুড়ি নেই, কিন্তু মাঝে মাঝে শুধু “পরে করবো” বলেই দিন কাটিয়ে থাকেন।

তাই আপনাদের স্কিনকেয়ার রুটিন এমন হওয়া উচিত যাতে কম সময়েই আপনার ত্বককে রিপেয়ার করে, ত্বককে প্লোয়িং করে ফেলতে পারে:

  • ক্লিনজার, সিরাম, ময়েশ্চারাইজার আর সানস্ক্রিন হলেই আপনার ত্বক থাকবে গ্লোয়িং আর হাইড্রেটেড
  • ত্বকের হাইড্রেশন আর মসৃণতা ধরে রাখতে ব্যবহার করুন Hyaluronic acid যুক্ত সিরাম
  • আর সপ্তাহে ত্বকের প্রয়োজন অনুযায়ী একবার শিট মাস্ক ব্যবহার করে ফিরিয়ে আনুন উজ্জ্বলতা

BioCare Niacinamide Brightening serum – বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

এয়ার সাইন

মিথুন, তুলা আর কুম্ভ রাশির জাতকেরা বাতাসের মতোই স্বাধীনচেতা, কল্পনাবিলাসী, আর চিন্তাশীল হয়ে থাকেন। তাই তাদের ত্বকের যত্নেও যেন ফুটে ওঠে এই প্রভাব।

  • ঘন ঘন প্রোডাক্ট পরিবর্তন না করে আপনার ত্বকের ধরন ও প্রয়োজন অনুযায়ী প্রোডাক্ট বেছে নিন
  • প্রতিদিনের ব্যবহারের জন্য একটি জেন্টল ক্লিনজার ও লাইটওয়েট ময়েশ্চারাইজার বেছে নিন
  • কল্পনায় ভাসতে ভাসতে সানস্ক্রিন বা সানব্লকের কথা কিন্তু একেবারেই ভোলা যাবে না

শেষ কথা

আপনার রাশি যেমন আপনার আচরণ, ব্যক্তিত্ব আর অনুভূতিকে নিয়ন্ত্রন করে তেমনি আপনার স্কিনকেয়ারেও প্রভাব রাখে। আপনার আবেগ আর অনুভূতির সাথে মিলিয়ে স্কিনকেয়ার করলেই পেয়ে যাবেন সুন্দর ও সজীব স্কিন যা হয়ে যাবে অন্যদের হিংসার কারন। তাই আপনার জন্য শুভ প্রোডাক্টগুলো সবসময় কাছে রাখতে ভুলবেন না কিন্তু।

তো কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আপনার রাশি আর পেয়ে যান আপনার জন্য বেস্ট স্কিনকেয়ার রুটিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *