
৩০ বছরে পা দিতেই ত্বক বলছে, “আমি আর আগের মতো নাই!” ত্বকের কোলাজেন আর মসৃণতা “টাটা বাই বাই” বলে বলিরেখা উঁকি দিচ্ছে?
তাই ভুলভাল স্কিনকেয়ার বাদ দিয়ে আজই শুরু করুন ত্বকের সঠিক যত্ন নেওয়া।
আমরা দেশের ১০,০০০ জন নারীর সাথে কথা বলে ত্বকের যত্নের এই ১০ টি ভুলের কথা জেনেছি যা অধিকাংশ নারীই করে থাকেন। চলুন, ভুলগুলো দেখে নেওয়া যাক।
১. ৭০ শতাংশ নারী প্রতিদিন সানস্ক্রিন বা সানব্লক ব্যবহার করেন না
সত্যি বলতে ৩০ এর পর সবার ত্বক একটু বেশিই সেনসিটিভ হয়ে যায়। এতে সামান্য সূর্যের আলোতেই ত্বকে ড্যামেজ হওয়া শুরু হয়। তবুও সানস্ক্রিন বা সানব্লক ব্যবহারে আমাদের প্রচুর অনীহা। আর এই সুযোগে সূর্যের UV রশ্মি ত্বকে ফেলে দিতে থাকে এজিং সাইন। এমন কি হতে পারে
সান-প্রোটেকশন আপনার ত্বককে UV রশ্মি, ব্লু লাইট থেকে বাঁচানোর পাশাপাশি ধুলাবালি থেকেও সুরক্ষিত রাখে।
তাই আপনার ত্বককে সান ড্যামেজ থেকে বাঁচিয়ে রাখতে
- প্রতিদিন SPF 50+ সান-প্রোটেকশন ব্যবহার করুন
- শুধু মুখেই নয়, গলা, কান, ঘাড়, হাত ও চোখের আশেপাশেও সানস্ক্রিন বা সানব্লক এপ্লাই করুন
- রোদে অতিরিক্ত সময় থাকলে কিংবা ঘেমে গেলে ২-৩ ঘন্টা পরপর রিএপ্লাই করুন
- দিনের বেলা বাইরে গেলে ছাতা ব্যবহার করুন। সম্ভব হলে সকাল ১১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত সরাসরি রোদ এড়িয়ে চলুন
BioCare Acne & Oil Control Sunscreen Moisturizer SPF 60+ – বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন
২. এন্টি-এজিং প্রোডাক্ট ব্যবহার না করা
ত্বকের কোলাজেন প্রোডাকশন কমার সাথে সাথেই ত্বকের ইলাস্টিসিটি ও কমতে থাকে। তাই এই সময় ত্বকের প্রয়োজন রেটিনল ও কোলাজেন বুস্টিং উপাদান সমৃদ্ধ প্রোডাক্ট। ৩০ বছরের পর থেকেই এন্টি-এজিং ট্রিটমেন্ট শুরু না করলে ফাইন লাইন, এজ স্পট সহ বিভিন্ন এজিং সাইন ত্বকে দেখা দেওয়া শুরু করবে।
তাই আপনার স্কিনকেয়ার রুটিনে
- Retinol যুক্ত প্রোডাক্ট ব্যবহার করুন
- Retinol এবং Peptide যুক্ত প্রোডাক্ট যেমন আই ক্রিম ও সিরাম শুধুমাত্র রাতে ব্যবহার করুন যাতে এই উপাদানগুলো ত্বক ভালোভাবে এবজর্ব করতে পারে
SkinClinic Retinol one million – বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন
৩. ত্বককে হাইড্রেটেড না রাখা
ত্বকের সাথে হাইড্রেশনের সম্পর্ক যেন বসন্তের সাথে ফুলের মতো, একে অপরকে ছাড়া অপুর্ণ। ডিহাইড্রেটেড ত্বক ফাটা, রুক্ষ, আর প্রাণহীন হয়ে ত্বকে বলিরেখা আর কালো দাগ নিয়ে আসে। আর ৩০ এর পরে এই সমস্যা বিশেষভাবে বেড়ে যায়।
তাই ত্বককে হাইড্রেটেড রাখতে
- প্রতিদিন ৮-১০ গ্লাস পানি পান করুন
- ত্বককে হাইড্রেটেড রাখতে Hyaluronic Acid যুক্ত ময়শ্চারাইজার ও এ্যলোভেরা যুক্ত সিরাম ব্যবহার করুন
BioCare Niacinamide Brightening serum – বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন
৪. অতিরিক্ত মেকআপ নির্ভর হওয়া
অনেকেই ত্বকের ইমপারফেকশন ঢাকতে ভারী মেকআপ ব্যবহার করেন যা তাদের ডেইলি রুটিনের অংশ হয়ে দাঁড়ায়। কিন্তু মেকআপ যেমন ত্বকের ক্ষতি করে, তেমনি মেকআপ সঠিকভাবে পরিষ্কার না করলে ত্বকের সমস্যাগুলো আরো বেড়ে যায়।
মেকআপ ত্বকের পোরস বন্ধ করে ব্রণ ও মেছতার প্রবণতা বৃদ্ধি করে। তাই আপনার প্রয়োজন মেকআপের উপর নির্ভরতা কমিয়ে আপনার ত্বকের জন্য সঠিক স্কিনকেয়ার রুটিন তৈরি করা।
- ফাউন্ডেশন ও কনসিলার ব্যবহার কমিয়ে ত্বকের জন্য উপযোগী, ডার্মাটোলজিক্যালি টেস্টেড প্রোডাক্ট ব্যবহার করুন
- রাতে প্রথমে মেকআপ রিমুভার পরে একে একে ফেসওয়াস, ময়শ্চারাইজার, এন্টি-এজিং ক্রিম এপ্লাই করুন
- সকালে বের হওয়ার সময় অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন
৫. চোখের চারপাশের ত্বকের যত্নে অবহেলা
ত্বকের এজিং সাইন সর্বপ্রথম দেখা যায় চোখের আশেপাশে। এ সময় ত্বক পাতলা হয়ে ডার্ক সার্কেল আর রিংকেলস আপনার স্বাভাবিক সৌন্দর্য নষ্ট করে ফেলে। এ ছাড়াও চোখে নিচে কালি পড়া আর ফোলাভাব তো আছেই।
এ অবস্থা থেকে মুক্তি পেতে
- প্রতিদিন Arbutin সমৃদ্ধ আই ক্রিম ব্যবহার করুন
- রাতে ঘুমানোর আগে চোখের চারপাশে হালকা ম্যাসাজ করে নিন
SkinClinic Melanyc Eyes – বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন
৬. ত্বক অতিরিক্ত স্ক্রাবিং করা
ত্বক থেকে ধুলাবালি, অতিরিক্ত ময়লা ও ইমপিউরইটিস দূর করতে স্ক্রাবিং কার্যকরী একটি সমাধান। কিন্তু অতিরিক্ত স্ক্রাবিং এ ত্বকের উপরের অংশ ক্ষতিগ্রস্ত হয়ে ন্যাচারাল অয়েল নষ্ট করে ফেলে। এতে ত্বক হয়ে যায় আরো পাতলা, বেড়ে যায় সংবেদনশীলতা আর আপনার ত্বকে ব্রণ ও লালচে দেখা যায়।
এ সমস্যাগুলো থেকে বেঁচে থাকতে
- সপ্তাহে ২ বারের বেশি স্ক্রাবিং করবেন না
- ত্বক সংবেদনশীল হলে স্ক্রাবিং এর আগে ডার্মাটোলজিস্ট অথবা স্কিনকেয়ার এক্সপার্টের পরামর্শ নিন
৭. পর্যাপ্ত বিশ্রাম না নেওয়া
ঘুমের সময় আমাদের ত্বক সবচেয়ে বেশি রিপেয়ার হয়। কিন্তু বয়স ৩০ হলেই আমাদের প্রতিদিনের জীবনে চলে আসে নানা ব্যাস্ততা আর চিন্তা। এর জন্য অনেক সময়ই পর্যাপ্ত বিশ্রাম নেওয়া হয়ে ওঠে না। এর ফলে স্কিন রিপেয়ারিং ধীর হয়ে ত্বকে বলিরেখা এনে দেয় খুব দ্রুত। সাথে স্ট্রেস হরমোন ত্বককে ড্যামেজ করে বয়সের ছাপ নিয়ে আসে।
তাই আপনার দৈনন্দিন জীবনের রুটিনে বিশ্রাম খুব গুরুত্বপূর্ণ। আপনার প্রতিদিনের বিশ্রামের প্রয়োজন মেটাতে
- প্রতিদিন ৭-৮ ঘন্টা ভালো ঘুম নিশ্চিত করুন
- ঘুমানোর আগে Lavender Oil অথবা Chamomile চা পান করুন
৮. স্কিনকেয়ারের চর্চা প্রতিদিন না করা
আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ত্বকের যত্নে ভালো প্রডাক্ট ব্যবহার করেন। কিন্তু প্রতিদিন নিয়ম মেনে এইসব প্রোডাক্ট ব্যবহার না করায় ত্বকের সমস্যাগুলোর তেমন উন্নতি হচ্ছে না। তাই আপনার প্রয়োজন একটি সহজ স্কিনকেয়ার রুটিন যা আপনি প্রতিদিন ফলো করতে পারবেন।
৯. ত্বকে ময়শ্চারাইজার ব্যবহার করতে অনীহা
ত্বকের ড্রাইনেস থেকেইশুরু হয় বয়সের ছাপ পড়া। আর তাই, ত্বককে সুন্দর রাখতে ময়শ্চারাইজার অবশ্যই ব্যবহের করতে হবে। নাহয় ত্বকের হাইড্রেশন কমে গিয়ে বয়সের ছাপ গভীরভাবে পড়ে যাবে।
আপনার ময়শ্চারাইজারে Hyaluronic Acid ও Vitamin E থাকা জরুরী যা ত্বকে ময়শ্চার ধরে রেখে এজিং সাইন কমিয়ে ফেলে। প্রতিদিন, এমন কি অত্যন্ত গরমেও ময়শ্চারাইজার ব্যবহার করতে ভুলবেন না।
BioCare Ultra Hydra+ Moisturizing Cream – বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন
১০. মুখের ত্বকের মতো হাত ও গলার ত্বকের যত্ন না নেওয়া
মুখের পাশাপাশি গলা ও হাতের ত্বকের ও যত্ন নেওয়া প্রয়োজন। নাহলে আপনার ত্বকে আনইভেন স্কিন টোন দেখা যাবে। এ সমস্যা থেকে মুক্তি পেতেঃ
- মুখ, গলা ও হাত – তিন জায়গাতেই একইভাবে স্কিন কেয়ার করুন
- দিনে সানস্ক্রিন বা সানব্লক ব্যাবহারের পাশাপাশি Hand and Neck ক্রিম ব্যবহার করুন
শেষ কথা
এই ছিলো আমাদের দেখা সবচেয়ে বেশি চর্চা হওয়া ভুল স্কিনকেয়ার রুটিন। এই ভুল গুলো ঠিক করে একটি সঠিক স্কিনকেয়ার রুটিন তৈরি করতে পারলে আপনার ত্বক থাকবে সুস্থ, স্বাভাবিক, আর বয়সের ছাপপমুক্ত।
তাহলে দ্রুত কমেন্ট করে জানিয়ে দিন আপনার স্কিনকেয়ারে কোন ভুলটি এতোদিন ধরে করে এসেছেন। এখন থেকে কোন অভ্যাস পরিবর্তন করবেন?
Recent Post
স্যালিসাইলিক অ্যাসিড: তৈলাক্ত ত্বকের আসল বন্ধু
- June 26, 2025
- 1 min read
বৃষ্টির দিনে সান-প্রোটেকশন: সত্যিই দরকার আছে?
- June 23, 2025
- 1 min read
যে স্কিনকেয়ার কম্বিনেশনগুলো অবশ্যই এড়িয়ে চলবেন
- June 22, 2025
- 1 min read
মেছতা দূর করতে ঘরোয়া উপায় বনাম প্রফেশনাল
- June 21, 2025
- 1 min read
ত্বকের সেনসিটিভিটি আর লালচে ভাব? Novaclear Redless
- June 19, 2025
- 1 min read
চুলের যত্নে নতুন বন্ধু: Hair Growth Biotin
- June 19, 2025
- 1 min read
Categories
- Antiaging (6)
- Baby Care (3)
- Body Care (28)
- Breast Tightening (1)
- Customer Relationship (1)
- Dry Skin Care (3)
- Eye Care (2)
- Face Care (9)
- Food & Nutrition (37)
- FRECKLES (1)
- Hair Care (20)
- Health and Wellness (9)
- Hyperpigmentation & Melasma Care (5)
- Lip Care (1)
- Menstruation (1)
- Mole (2)
- News & Events (20)
- Oily & Acne Skin Care (1)
- Ramadan (10)
- Skin Care (105)
- Skincare Tips (20)
- Smart Skin care & Life Style (12)
- Social (10)
- Sun Protection (10)
- Supplements (2)
- Under Eye Dark Circle (1)
- Whitening & Brightening (4)
- Women's empowerment (2)
- Your problem our solution (4)
No Comments