শসা ও অ্যালোভেরার কুলিং জেল

August 13, 2023

শসা অ্যালোভেরার কুলিং জেল

 

উপাদানঃ

১।অর্ধেক শসা

২। টেবিলচামচ অ্যালো ভেরা জেল  

৩। চা চামচ লেমন জুস




 

প্রস্তুতপ্রণালীঃ

 

.খোসা ছাড়িয়ে শসাটি টুকরো করে কেটে নিন, এরপর ব্লেন্ডারে ব্লেন্ড করুন।

.শসার পাল্প থেকে রস বের করে নিন।

.এবারে একটি বাটিতে শসা অ্যালোভেরা জেল একত্রে মেশান

.ঠাণ্ডা অনুভুতি পেতে লেমন জুস মিশিয়ে নিতে পারেন

.মিশ্রনটি একটি পরিষ্কার বোতল বা কন্টেইনারে নিন

.সানবার্ন বা ইরিটেটেড স্কিনে মিশ্রনটি লাগিয়ে নিন




 

উপকারিতাঃ

এই সুদিং জেলটি আপনার ত্বককে হাইড্রেটেড রাখে। শসা ত্বকে ঠান্ডা অনুভুতি দেয়, অ্যালোভেরায় থাকে অ্যান্টি ইনফ্ল্যামাটোরি উপাদান এবং লেমন জুস ত্বককে করে রিফ্রেশ। 

Back to top