মেছতার জন্য কার্যকরী সমাধান কি?

October 10, 2021

মুছের মধ্যে ছোপ ছোপ দাগ কার ভালো লাগে? তাই, মেছতার দাগ নিয়ে বিব্রত থাকে কমবেশি সকলেই! সাধারণত কপাল, নাক, গাল এবং উপরের ঠোঁটের চারপাশে মেছতা দেখা দেয়। এছাড়াও, হাত, গলা এবং কাঁধেও মেছতার দাগ দেখা দেয়। তবে ত্বকে মেছতা কেন হয় এর সঠিক কোন কারণ এখন অবধি খুঁজে পায়নি ডাক্তারেরা। 


তবে ধারণা করা হয়, ত্বকের রঙ তৈরির কোষ মেলানোসাইটসের ত্রুটির কারণে ত্বকে মেছতা দেখা দেয়। ফর্সা মানুষের তুলনায় গাঢ় ত্বকের অধিকারীদের মধ্যে বেশি মেছতার প্রবণতা দেখা দেয়, যেহেতু তাদের ত্বকে মেলানোসাইটসের পরিমাণ থাকে বেশি। এছাড়াও যেসব কারণে ত্বকে মেছতা হয়ে থাকে তা হচ্ছে - 


  • হরমোনের চিকিৎসা, গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তন এবং জন্মনিয়ন্ত্রণ পিল খাওয়ার কারণে।  

  • সূর্যের ক্ষতিকর রশ্মির কারণে।  

  • ত্বকের যত্নে ভুল প্রোডাক্টের পার্শ্বপ্রতিক্রিয়া। 

  • জেনেটিক কারণেও হয়ে থাকে। 


চিকিৎসা বিজ্ঞানের ভাষায়, মেছতা কোন গুরুতর সমস্যা নয়। যাদের ত্বকের উপরের স্তরে মেছতার সমস্যা, তাদের সমস্যা সমাধান হবার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে যাদের ত্বকের গভীরের স্তরে মেছতার সমস্যা, তাদের ক্ষেত্রে ট্রিটমেন্ট দীর্ঘস্থায়ী। কিন্তু আধুনিক বিজ্ঞানের সহযোগিতায় এই দীর্ঘস্থায়ী ও পুরনো মেছতাও দূর করা সম্ভব। তা নিয়ে বলছি পরে। আগে চলুন জেনে নেই, মেছতা নির্মূলে কোন উপাদানগুলো এবং কি কি ট্রিটমেন্ট অত্যন্ত জরুরী! 

হাইড্রোকুইনোন 

হাইড্রোকুইনোন একটি রাসায়নিক পদার্থ যা স্কিনের ডিপিগমেন্টিংয়ে দারুণ কার্যকরী! মূলত মেছতার দাগ নির্মূলে হাইড্রোকুইনোন ব্যবহারের কথা বলে থাকেন ডাক্তার ও স্কিন বিশেষজ্ঞরা। তাই, মেছতা নির্মূলে এটি বর্তমানে জেল, লোশন এবং ক্রিম ফর্মুলায় পাওয়া যায়। এই রাসায়নিক স্কিনের টাইরোসিনেজ এনজাইমকে বাধা দেয়। এই এনজাইমই স্কিনের মেলানিনের অতিরিক্ত উৎপাদন বাড়িয়ে স্কিনে মেছতা তৈরিতে ভূমিকা রাখে। 

কোজিক এসিড 

যেহেতু হাইড্রোকুইনোন একটি ভারী উপাদান এবং বিভিন্ন ক্ষেত্রে এটি ব্যবহার করা যায় না। তাই এর বিকল্প হিসেবে রয়েছে কোজিক এসিড। এই রাসায়নিক উপাদানটিও মেছতা নির্মূলে দারুণ কার্যকরী। কেননা, এই রাসায়নিক উপাদান স্কিনের মেলেনোসাইটের অতিরিক্ত উৎপাদন কমিয়ে দেয় এবং ত্বকে মেছতা হওয়া প্রতিরোধ করে। 

এজিলেক এসিড 

মেছতার দাগ নিমূর্লে এজিলেক এসিড আরো একটি কার্যকরী উপাদান। এটিও স্কিনের রঞ্জক পদার্থ তৈরি করা মেলেনোসাইটসকে নিয়ন্ত্রণ করে স্কিন থেকে মেছতা ও মেছতার দাগ নির্মূলে সহায়তা করে। 

গ্লাইকোলিক এসিড 

গ্লাইকোলিক এসিড মূলত ফেসিয়াল পিলিংয়ের ব্যবহৃত হয়ে থাকে। আলফা হাইড্রক্সি এসিডের একটি পানীয় উপাদান হিসেবে গ্লাইকোলিক এসিড ব্যবহৃত হয়। মূলত মেছতার জেদি দাগ নির্মূলে এই এসিড কাজ করে থাকে। 

মেডিক্যাল ট্রিটমেন্ট 

মেছতার ট্রিটমেন্ট নিতে চাইলে অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের পরামর্শ নেয়া অত্যন্ত জরুরী! কেননা, এসব ট্রিটমেন্ট নিলে পার্শ্বপ্রতিক্রিয়াসহ সকল সতর্কতা আগে থেকেই জেনে নেয়া ভালো। যেসব মেডিক্যাল ট্রিটমেন্ট মেছতার জন্য কার্যকরী তা হচ্ছে - 


  • মাইক্রোডার্মাব্রেশন

  • কেমিক্যাল পিলস 

  • লেজার ট্রিটমেন্ট 

  • লাইট থেরাপি 

  • ডার্মাব্রেশন 


সবই তো জানা হলো! এখন তাহলে মেছতার ট্রিটমেন্টের কার্যক্রম শুরু করা যাক! নিঃসন্দেহে এটি ভালো সিদ্ধান্ত তবে বাজারে এত এত প্রোডাক্ট তার মধ্যে কাঙ্ক্ষিত পণ্যটি খুঁজে পাবেন কীভাবে? আর একটু যদি চালাক না হোন তাহলে আপনার পকেট খসিয়ে অসাধু ব্যবসায়ী লাভবান হবে ঠিকই কিন্তু আপনার ক্ষতির সম্ভাবনাই বেশি! তাহলে উপায় কি? একমাত্র সমাধান বায়োজিন কসমেসিউটিক্যালস! আপনার স্কিনের যত্নে বায়োজিন আছে আপনার পাশে। মেছতার সমস্যা সমাধানে বায়োজিনে ট্রিটমেন্ট এবং ক্রিম দুইই পাচ্ছেন একসাথে। 

বায়োজিনের আছে - 

Melumin Series - আপনার স্কিনে যদি হয় নতুন মেছতা, বিবর্ণতা ও পিগমেন্টেশন সমস্যা, তাহলে মেলুমিন সিরিজ আপনার দরকার! সতেজ, উজ্জ্বল ও প্রাণবন্ত ত্বকের যত্নে মেলুমিন সিরিজ থাকুক আপনার নিত্য দিনের স্কিনকেয়ার রুটিনে। 

Melanyc - চিরতরে মেছতা দূর করতে মেলানিক ক্রিমের কোন বিকল্প নেই! স্কিনের দীর্ঘস্থায়ী ও পুরনো মেছতা, স্কিনের জেদি বা গাঢ় দাগ চিরতরে দূর করে স্কিনকে করে উজ্জ্বল ও লাবণ্যময়। 

এছাড়াও, কোনোরকম ব্যথা ছাড়াই মেছতা ও মেছতার দাগ নির্মূলে রয়েছে নির্ভরযোগ্য ও বিশেষজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে অ্যাডভান্সড ইপিএন ফর্মুলা! তবে মেছতার যে কোন ক্রিম বা ট্রিটমেন্টই নেন না কেন কিছু সতর্কতা মানতে হবে। তা হচ্ছে - 

  • সরাসরি সূর্যের আলোর প্রভাব থেকে ত্বককে মুক্ত রাখতে হবে। 

  • মেছতার নির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া গেলে সেটার সমাধান করতে হবে। 

  • ডাক্তারের পরামর্শ মোতাবেক ক্রিম বা লোশন ব্যবহার করতে হবে। 

  • ডার্মাটোলিজস্ট স্বীকৃত এবং ক্লিনিক্যালি টেস্টেড প্রোডাক্ট ব্যবহার করতে হবে। 

  • বিশেষজ্ঞ ও অভিজ্ঞদের দ্বারাই কেবল মেছতার ট্রিটমেন্ট করাতে হবে।

Back to top