৩০ না হতেই ফেইসে বয়সের ছাপ!

August 30, 2023

সবাই সুন্দর ও দাগহীন ত্বক চায়। যেই ত্বকে পরবে না বলিরেখা বা বয়সের ছাপ, তাই রূপচর্চায় আপনি নানা ধরণের পোডাক্টস ব্যবহার করলেও কিন্তু সঠিক যত্নের অভাবে আপনার বয়স ৩০ না হতেই ফেইসে বয়সের ছাপ পরে গিয়েছে। ত্বকের সে তারুণ্য ধরে রাখতে রূপচর্চায় প্রয়োজন বিশেষ যত্ন  তাই ব্যবহার করুন রেটিনল।


চলুন জেনে নেই রেটিনল কি এবং এর কাজ কী?

মূলত রেটিনল  ত্বককে এক্সফোলিয়েট করে এবং কোলাজেন উৎপাদন বাড়ায়, যা ত্বকের ফাইন লাইনস, বলিরেখা, ডার্কস্পট কমিয়ে ত্বককে করে ব্রাইট। 


যেকনো প্রোডাক্ট রাতে ব্যবহার করা ভালো কারণ রাতে স্কিন রিপিয়ার মুডে থাকে। তাই রেটিনল যুক্ত অ্যান্টি-এজিং ক্রিম, লোশন এবং সিরাম আপানর রাতের স্কিন কেয়ারে এড করুন।  





রাতে নাইট ক্রিম হিসেবে Novaclear Retinol Rejuvenating Night Cream-Mask স্কিন কেয়ার রুটিনে এড করতে পারেন। বয়সের ছাপ দূর করতে এই  প্রোডাক্টি বিশেষভাবে কাজ কার্যকরী।  


Novaclear Retinol Rejuvenating Night Cream-Mask যা আপনার ত্বককে পুনরুজ্জীবিত করার জন্য ওভার নাইট কাজ করে। এবং এটি ত্বকে নিবিড় হাইড্রেশন, নিউট্রিশন এবং টার্গেটেড অ্যান্টি-এজিং প্রোপাটিজ প্রদান করে।


তাছারা Novaclear Retinol Rejuvenating Night Cream-Mask ত্বকের ওভারল টেক্সচার ইম্প্রুভ করে ও ত্বকের রেডিয়েন্স বাড়িয়ে ত্বককে করে স্মুথ। 






Novaclear Retinol Rejuvenating Night Cream-Mask এর কিছু উপকারিতা:

  • ত্বকের ফাইন লাইনস ও বলিরেখা কমাবে। 

  • ত্বক পুনরুজ্জীবিত করবে। 

  • হাইড্রেটেড করবে। 

  • স্মুথ করবে।

  • রেডিয়েন্ট বাড়ায়। 


কারা Novaclear Retinol Rejuvenating Night Cream-Mask ব্যবহার করতে পারবেন?

যাদের অ্যান্টি-এজিং-এর  প্রবলেম আছে তারা ব্যবহার করতে পারবে। 



Novaclear Retinol Rejuvenating Night Cream-Mask-এর ব্যবহারবিধি 

রাতে অল্প পরিমাণে নোভাক্লিয়ার রেটিনল রিজুভেনেটিং নাইট ক্রিম-মাস্ক নিন এবং আপনার মুখ এবং ঘাড়ে সমানভাবে এপ্লাই করুন। সকালে,পানি দিয়ে ধুয়ে ফেলুন।






প্রোডাক্টি কিনতে নিচের লিঙ্কে ক্লিক করুন।

https://bioxincosmeceuticals.com/novaclear-retinol-rejuvenating-night-cream-mask


Back to top