আবার দাগ দূর করে উজ্জ্বলতা বাড়ানো নকল ও ক্ষতিকর ক্রিমেরও অভাব নেই বাংলাদেশের বাজারে। তাই বেশীর ভাগ ক্ষেত্রেই প্রতারিত হয়ে আবার ছুটে যেতে হয় চর্মরোগ বিশেষজ্ঞের কাছে। তবে অধিকাংশ সময়ই এই দাগগুলো নিরাময় হয়না। এটা যেমন সত্য তেমনি যথাযথ চিকিৎসা, কসমেটিকস এবং উপযুক্ত সান্সক্রিন ব্যবহার করে আমরা অনেক ক্ষেত্রে মুখের দাগ হালকা করতে পারি।
আর ফ্রেকেলসের সরাসরি স্থায়ী সমাধানে বায়োজিন কসমেসিউটিক্যালস নিয়ে এসেছে বায়ো কেয়ার সুদিং ফ্রেকেলস ক্রিম। এর ব্যবহারে বাদামী রঙের তিল দূর হবে পাশাপাশি ডার্কস্পটও চলে যাবে। প্রতিনিয়ত ব্যবহারে ফ্রেকেলসের দূর হবার পাশাপাশি পরবর্তীতে এর ফিরে আসার প্রবণতাও কমে আসবে।
তার পাশাপাশি প্রচুর পরিমাণে সবুজ শাক-সবজি, রঙ্গিন ফল ও পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। পর্যাপ্ত পরিমাণে নিয়মিত ঘুমেরও প্রয়োজন আছে ত্বকের এই দাগগুলোকে নির্মূল করতে।
তাই আর নয় বাদামী তিল নিয়ে অবহেলা, দাগমুক্ত ত্বকের জন্যে চলে আসুন আপনার নিকটস্ত বায়োজিনের ফেসিলিটিতে।
বিস্তারিত জানতে কল করুন