উপাদানঃ
১. একটি গ্রিন টি ব্যাগ
২.হাফ কাপ গরম পানি
৩.দুই টেবিল চামচ রোজ ওয়াটার
প্রস্তুতপ্রণালীঃ
১.গ্রিন টি ব্যাগটি গরম পানিতে ১০ মিনিট ভিজিয়ে রাখুন
২.এবারে টি ব্যাগটি তুলে তা ঠান্ডা করুন
৩.গ্রিন টিতে রোজ ওয়াটার ঢেলে ভালোভাবে মেশান
৪.পরিষ্কার স্প্রে বোতলে মিশ্রনটি ঢালুন
৫.প্রতিবার ব্যবহারের আগে বোতলটি ঝাকিয়ে নিন, মুখে স্প্রে করুন
উপকারিতাঃ
এই ঘরোয়া ফেস মিস্ট টি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ গ্রিন টি ও রোজ ওয়াটারের সমন্বয়ে তৈরি। এটি স্কিনকে সজীব করে তোলে।