গাজীপুরে পথচলা শুরু করেছে বায়োজিন

September 28, 2022

নন্দিত অভিনেত্রী মেহজাবিন চৌধুরী উদ্বোধন করলেন বায়োজিন কসমেসিউটিক্যালস গাজীপুরের নতুন ব্রাঞ্চ। বাংলাদেশে অ্যাস্থেটিক বিউটিফিকেশনের পায়োনিয়ার বায়োজিন কসমেসিউটিক্যালস আরো বিস্তৃত পরিধিতে এখন গাজীপুরের জয়দেবপুরে। গত শনিবার (২০ আগস্ট) বিকালে জয়দেবপুরে হাক্কানী হাউজিং সোসাইটির আবেদ প্লাজায় বায়োজিনের নতুন ব্রাঞ্চের যাত্রা শুরু হয়েছে।.


চট্টগ্রাম, রাজশাহী, সিলেট এবং ঢাকার বনানী, ধানমন্ডি, মিরপুর, উত্তরা, শান্তিনগর, ওয়ারী, বসুন্ধরা সিটি শপিং মল এবং নারায়ণগঞ্জ আউটলেটের পর গাজীপুরে হলো বায়োজিনের বারোতম ব্রাঞ্চের যাত্রা।.


নতুন ব্রাঞ্চের যাত্রা উপলক্ষ্যে বায়োজিন কসমেসিউটিক্যালসের সিইও, মোহাম্মদ জাহিদুল হক বলেন, ত্বক হচ্ছে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। আর আপনার ত্বক আপনার পরিচয়। তাই, ত্বককে ভালোবাসুন প্রতিদিন। আর ত্বকের যত্ন নিন, পাশে আছে বায়োজিন।.


Discover your True Beauty – প্রকৃত সৌন্দর্যের সন্ধানে, এমনই স্লোগান নিয়ে ২০১৪ সালের পহেলা জানুয়ারি যাত্রা শুরু করেছিল বায়োজিন কসমেসিউটিক্যালস। বর্তমানে বায়োজিন কসমেসিউটিক্যালস ইউরোপিয়ান কসমেটিকস এবং প্রিমিয়াম ট্রিটমেন্ট নিয়ে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এবং সিলেটের ১২টি স্থানে।.


উদ্বোধনের সময় মেহজাবিন বলেন, বায়োজিন নিয়ে অনেক আগেই শুনেছি। তাদের সার্ভিস নিয়ে অনেক ভালো রিভিউ শুনেছি। তাদের ১২ তম ব্রাঞ্চের ওপেনিং এ আসতে পেরে খুব ভালো লাগছে। এসে আসলে অন্য রকম একটা সিনারিও দেখলাম৷ গাজীপুরবাসীর অনেক ভালোবাসা পেয়েছি।

tags

Back to top