সব সময় সুন্দর ও উজ্জ্বল ত্বক কে না চায়। কিন্তু গ্রীস্মকালের রোদ আর ঘাম ত্বকের ১২ টা বাজিয়ে দেয়। গ্রীস্মকালে ত্বকের যত্ন না নিলে হতে পারে সানবার্ন, একনি, মেস্তা সহ নানা রকম ত্বকের সমস্যা। তাই এই সময়ের স্কিন কেয়ারে অন্যান্য সময়ের চেয়ে একটু বেশি কেয়ারফুল হওয়া উচিত-
সানস্ক্রিন- ঘরে থাকুন বা বাইরে সানস্ক্রিন লাগানো কিন্তু মাস্ট । সানস্ক্রিনের SPF যেন ৪০-৫০ এর মধ্যে থাকে। তার নীচে যেন কোনও ভাবেই না নামে। এর সাথে ২/৩ ঘন্টা পর পর রিএপ্লাই করতে কিন্তু একেবারেই ভুলবেন না ।
লেয়ার আপ- গ্রীস্মকালে স্কিন কেয়ার করলে দেখা যায় গরমে আর ঘামেই অর্ধেক প্রোডাক্ট ঝরে যায়। তাই এই সময় দিনের বেলা উচিত অল্প কিছু প্রোডাক্ট ব্যবহার করে ত্বকের যত্ন নেয়া। একসাথে অনেক গুলো প্রোডাক্ট এপ্লাই না করে প্রয়োজনীয় কিছু স্টেপ যেমন ক্লিনজার , ময়েশচারাইজার, সানস্ক্রিন ব্যবহার করতে পারেন। আর রাতের বেলা টোনিং বা সিরাম এই স্টেপস গুলো ও অ্যাড করতে পারেন। গীষ্মকালে যত বেশি লাইট ওয়েট প্রোডাক্ট মুখে এপ্লাই করবেন ফেইসে ঘাম হওয়ার ভয় কম থাকে।
বরফের ব্যবহার- গ্রীস্মকালে বাইরে থেকে আসার পর ত্বকে বরফ লাগালে একটা সুদিং ভাব আসবে। বরফের জায়গায় কেউ চাইলে আইসড এলোভেরা জেল ব্যবহার করতে পারেন, এতে আরো ভালো উপকার পাওয়া যাবে। তবে বরফ সরাসরি মুখে এপ্লাই না করে পাতলা কাপড়ে পেঁচিয়ে দিতে হবে। এতে করে ত্বকে হার্শ ফিল হবে না।
অ্যান্টিঅক্সিডেন্ট - ত্বকের জন্য অ্যান্টি-অক্সিড্যান্টকে বলা হয় সুপারস্টার ইনগ্রেডিয়েন্ট। অ্যান্টিঅক্সিড্যান্টের প্রভাবে ত্বক উজ্জ্বল হয়। পাশাপাশি ত্বক সতেজ ও ঝলমলে হয়৷ ইনফ্লেম্যাশন সমস্যা কমিয়ে ত্বকের হাইড্রেশন বজায় রাখে। ত্বকের উপর রোদের প্রভাবে যে দাগছোপ পড়ে, সে সবও উঠে যায় অ্যান্টিঅক্সিড্যান্টের প্রভাবে৷ তাই এই সময়ে ভিটামিন ,রেটিনল, নিয়াসিনামাইড আছে এমন প্রোডাক্ট ইউস করতে হবে।
ফেসিয়াল মিস্ট - স্কিন কেয়ারে ফেসিয়াল মিস্ট ইউস করা এখন নতুন ট্রেন্ড। অফিসে বা বাইরে থাকলে যদি বার বার মুখে ঠান্ডা জলের ঝাপটা না দিতে পারেন, বা ফেইস ডিহাইড্রেটেড লাগে তাহলে হাতের কাছে ফেস মিস্ট রাখুন। ফেসিয়াল মিস্ট আপনার ত্বককে তরতাজা রাখবে। এতে আপনি ফ্রেশনেস অনুভব করবেন।
হেভি মেকআপ এভোয়েড করুন - গ্রীষ্মকালে যেহুতু গরমের পরিমানটা অনেক বেশি হয়। এই সময়ে হেভি মেকআপ করলে দেখা যাবে ঘামে পোরস ক্লগ হয়ে যাবে পাশাপাশি মেকআপ নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই এই সময়ে লাইট মেকআপ করাটাই বেটার।