Help line 01755-660522

Search
কোন ত্বকের জন্য কোন সিরাম ব্যবহার করা উচিত?

বয়স বাড়ার সাথে সাথে স্কিনের কোলাজেনের মাত্রা কমতে থাকে। ফলে ত্বকে রিঙ্কেলস ও ফাইন লাইনস সৃষ্টি হয় এবং ত্বক কুঁচকে যায় বা ক্ষেত্রবিশেষে ঝুলে পড়ে। ত্বক হারায় তারুণ্যতা, লাবন্যতা এবং স্বাভাবিক উজ্জ্বলতা। সিরাম ত্বকে ম্যাজিকের মতো কাজ করে। ত্বকের স্বাস্থ্য সুন্দর, উজ্জ্বল ও লাবণ্যময় করতে স্কিনের প্রয়োজনীয় সব সক্রিয় ও শক্তিশালী উপাদান সরবরাহ করে থাকে সিরাম। প্রয়োগ করামাত্রই এর উপকারিতা দৃশ্যমান হয়। তাই, স্কিনকেয়ারে সিরাম খুবই গুরুত্বপূর্ণ।
কিন্তু ত্বকের ধরন অনুযায়ী সিরাম ব্যবহার করাটাই বুদ্ধিমানের কাজ। নয়তো হিতে বিপরীত হবার ঝুঁকি থাকে। তাই যত্নের সাথে বাছাই করে নিতে হবে সঠিক সিরাম। আর সেজন্য আগে জেনে নিতে হবে কোন ত্বকের জন্য কোন সিরাম ব্যবহার করা উচিত বা জরুরী? নাহলে গড্ডলিকা প্রবাহে গা ভাসানোর মতোই হবে আপনার অবস্থা। সিরামের মতো জাদুকরী প্রোডাক্ট ব্যবহারে করেও পাবেন না তেমন কোনো উপকারিতা। চলুন জেনে নেই কোন ত্বকের যত্নে কোন সিরাম বেশি কার্যকরী!

নরমাল স্কিন

এই ধরণের ত্বকে স্বাভাবিক অবস্থা বজায় থাকে সবসময়ই। বেশি অয়েলিও না আবার বেশি শুষ্কও না। নরম আর মসৃণ থাকে সারাবছর জুড়ে। তবে যত্নের অভাবে ত্বক হয়ে উঠতে পারে শুষ্ক ও রুক্ষ।
যেসব সিরাম সব ধরনের স্কিন টাইপের জন্য প্রযোজ্য, সেসব সিরাম নির্দ্বিধায় ব্যবহার করা যাবে নরমাল স্কিনে। তবে রেটিনল আর ভিটামিন সি সম্পন্ন সিরাম ব্যবহার করাটাই বেশি ভালো। কেননা, দুটি উপাদানই বয়সের ছাপ প্রতিরোধ এবং স্কিনের তারুণ্যতা বজায় রাখতে দারুণ কাজ করে। আর ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ধরে রাখে। এক্ষেত্রে বায়োজিনের BioCare Retinol+C Serum নরমাল স্কিনের জন্য উপযুক্ত একটি প্রোডাক্ট।

ড্রাই স্কিন

রুক্ষ, খসখসে এবং অমসৃণ ত্বক মানেই ড্রাই স্কিন। আর্দ্রতার অভাবে ড্রাই স্কিন বিবর্ণ ও নিষ্প্রাণ দেখায়। ড্রাই স্কিন বয়সের ছাপ চলে আসে দ্রুত। আর অতিরিক্ত শুষ্ক থাকার কারণে স্কিনে চুলকানি ও জ্বালাপোড়া শুরু হয়।
এই ধরণের ত্বকের যত্নে হায়ালুরোনিক এসিড ও কোলাজেন যুক্ত সিরাম অত্যন্ত কার্যকরী যা স্কিনকে হাইড্রেট রাখতে এবং রিঙ্কেলস দূর করতে সাহায্য করবে। এরকম একটি প্রোডাক্ট হচ্ছে বায়োজিনের Novaclear Collagen Lifting Serum. এছাড়া Novaclear redless soothing intense serum ত্বকের সেনসিটিভিটি দূর করতে সহায়তা করে।

কম্বিনেশন স্কিন

মূলত অয়েলি এবং ড্রাই, এই দুটো স্কিন টাইপ মিলেই কম্বিনেশন স্কিন। যেসব স্কিনের কপাল, নাক এবং থুতনি খুব সহজেই অয়েলি হয়ে যায় অথচ গাল বা ফেইসের অন্য এরিয়া শুষ্কই থাকে সেটাকেই কম্বিনেশন স্কিন বলা হয়।
যেহেতু কম্বিনেশন স্কিনে ড্রাই এবং অয়েলি ভাব থাকে, তাই এমন একটি উপাদান ব্যবহার করা উচিত যা দুটি অবস্থাতেই সমানভাবে স্কিনকে হেলদি রাখে। গ্রীন টি ও নিয়াসিনামাইড হচ্ছে কম্বিনেশন স্কিনের এমনই পারফেক্ট দুটি উপাদান। কারণ এটি ত্বককে অতিরিক্ত অয়েলিও করে না আবার ড্রাইও করে ফেলে না। বরং ত্বকের হাইড্রেশন এবং তৈলাক্ততা ব্যালেন্স করে এবং স্কিনকে করে উজ্জ্বল ও লাবণ্যময়। এক্ষেত্রে ব্যবহার করতে পারেন বায়োজিনের BioCare Anti Acne Whitening Face Serum এবং Cellmula AC Solution Intensive Purifying System।

ব্রণ-প্রবণ স্কিন

ব্রণ-প্রবণ স্কিনে মূলত ব্রণ একটি আতঙ্কের নাম। কারণ পোরসগুলো বন্ধ হয়ে স্কিনে ব্রেকআউট হয়। ফলে স্কিনে দেখা দেয় ব্রণ, ব্ল্যাকহেডস এবং হোয়াইটহেডসের মতো অনেক সমস্যা।
যেহেতু একনি প্রোন স্কিনে পোরস বন্ধ করাটা জরুরী। তাই পোরস মিনিমাইজ করে এমন সিরাম ব্যবহার করা ভালো। এছাড়াও, স্যালিস্যালিক এসিড সম্পন্ন সিরাম ব্যবহারে ত্বকের সব ইমপিউরিটিস দূর হয়। এক্ষেত্রে বায়োজিনের BioCare Acne, Oil & Pores Minimizing Serum দারুণ কার্যকরী।

অল স্কিন টাইপ

অল স্কিন টাইপ মানে সব ধরণের ত্বকেই কিছু প্রাথমিক সমস্যা দেখা দেয়। যেমন – কালো দাগ, বাদামী তিল, আনইভেন স্কিন টোন, ব্রণের দাগ ইত্যাদি।
সাধারণত স্কিনের এই সমস্যাগুলো সম্পূর্ণভাবে দূর করা সম্ভব না হলেও, আমরা এটি কমিয়ে এবং নিয়ন্ত্রণ করে স্কিনে ভালো ইমপ্রুভমেন্ট দেখতে পারি। এক্ষেত্রে এমন সিরাম ব্যবহার করুন যেগুলোতে নিয়াসিনামাইড, আরবুটিন এবং ভিটামিন সি রয়েছে। বায়োজিনের BioCare Anti Freckle Whitening Facial Serum, Novaclear Advanced Dark Spot Correcting Serum, এবং CELLMULA Signature AT Solution সব ধরণের ত্বকের জন্যই উপযুক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 replies on “কোন ত্বকের জন্য কোন সিরাম ব্যবহার করা উচিত?”

  • Rasel
    September 1, 2024 at 1:02 pm

    আমার স্কিনটা অয়েলি আর ছোট ছোট ব্রণ আছে আর কেমন জানি স্কিনটা কালো কালো ভাব

  • কাসফিয়া রাফা
    October 23, 2024 at 8:26 am

    আমার বয়স ১৬। আমার ত্বকে ব্রণ আছে ওপেন পোরস। ব্লেক হেড্স হোয়াইট হেড্স আছে। এক্ষেত্রে আমার কি সিরাম ব্যাবহার করা উচিৎ?

    • Bio-Xin Team
      November 4, 2024 at 5:42 am

      বিস্তারিত জানতে বা অর্ডার করতে ভিজিট করুন – https://bioxincosmeceuticals.com/, http://m.me/BioXinCosmeceuticals অথবা কল করুন 01708411487/01708411471-472। বায়োজিন কসমেসিউটিক্যালস ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী,নারায়ণগঞ্জ, গাজীপুর, বগুড়া, কুমিল্লা, খুলনা।

  • November 8, 2024 at 6:10 pm

    আমার ত্বক শীতকালে খুব ড্রাই শুষ্ক থাকে। মুখে কিছু লাগাতে পারি না গোটা উঠে। আমি একটা ভালো সিরাম নিতে চাচ্ছি। তো কোনটা ভালো হবে আমার জন্য। দয়া করে জানাবেন।

    • Bio-Xin Team
      November 10, 2024 at 6:14 am

      বিস্তারিত জানতে বা অর্ডার করতে ভিজিট করুন – https://bioxincosmeceuticals.com/, http://m.me/BioXinCosmeceuticals অথবা কল করুন 01708411487/01708411471-472। বায়োজিন কসমেসিউটিক্যালস ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী,নারায়ণগঞ্জ, গাজীপুর, বগুড়া, কুমিল্লা, খুলনা।

  • Tanjila
    November 27, 2024 at 9:57 am

    Sherpur

    • Bio-Xin Team
      December 3, 2024 at 4:19 am

      বিস্তারিত জানতে বা অর্ডার করতে ভিজিট করুন – https://bioxincosmeceuticals.com/, http://m.me/BioXinCosmeceuticals অথবা কল করুন 01708411487/01708411471-472। বায়োজিন কসমেসিউটিক্যালস ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী,নারায়ণগঞ্জ, গাজীপুর, বগুড়া, কুমিল্লা, খুলনা।

  • November 28, 2024 at 7:21 pm

    বিগত অনেক দিন ধরে আমার একটা সমস্যা দেখা দিচ্ছে।আগের তুলনায় আমার চেহারা কালো হয়ে গেছে,যেমন রোদে পুড়লে যেমন দেখা যায়।আমি কিছু সময় রৌদে বের হলেই ত্বক যেনো আরো কালো দেখা যায়।আমার গায়ের রং শ্যামলা।গরমকালে আমার ত্বকের অবস্থা একরকম থাকে শীতকালে ত্বক অযত্নের মতো বেশি দেখা যায়।
    আমি প্রতি বাসায় ফ্রেশওয়াশ ব্যবহার করি,টুকিটাকি যত্ন নেই।তবুও ত্বক রৌদে পুড়ার মতোই লাগে। করনীয় কি জানাবেন প্লিজ।

    • Bio-Xin Team
      December 3, 2024 at 4:19 am

      বিস্তারিত জানতে বা অর্ডার করতে ভিজিট করুন – https://bioxincosmeceuticals.com/, http://m.me/BioXinCosmeceuticals অথবা কল করুন 01708411487/01708411471-472। বায়োজিন কসমেসিউটিক্যালস ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী,নারায়ণগঞ্জ, গাজীপুর, বগুড়া, কুমিল্লা, খুলনা।

  • April 16, 2025 at 11:52 am

    আমার স্কিনটা অয়েলি আর ছোট ছোট ব্রণ আছে আর কেমন জানি স্কিনটা কালো কালো ভাব

    • Bio-Xin Team
      April 19, 2025 at 6:27 am

      বিস্তারিত জানতে বা অর্ডার করতে ভিজিট করুন – https://bioxincosmeceuticals.com/, http://m.me/BioXinCosmeceuticals অথবা কল করুন 01708411487/01708411471-472। বায়োজিন কসমেসিউটিক্যালস ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী,নারায়ণগঞ্জ, গাজীপুর, বগুড়া, কুমিল্লা, খুলনা,বরিশাল।