কোকোনাট অয়েল ও স্যুগার বডি স্ক্রাব!

August 21, 2023





উপকরণঃ

.১/২ কাপ কোকোনাট অয়েল 

.১/২ কাপ চিনি 

. কয়েক ড্রপ essential oil যেমন-ল্যাভেন্ডার বা লেমন (অপশনাল)




 

প্রস্তুতপ্রণালীঃ

.একটি বাটিতে কোকোনাট অয়েল চিনি ভালোভাবে মেশান

.এরপর আপনার পছন্দমত eseential অয়েলটি মেশাতে পারেন

.এবার স্ক্রাবটি আপনার ত্বকে লাগান এবং সার্কুলার মোশনে ম্যাসাজ করুন

.হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন এবং মুছে ফেলুন

.এক্সট্রা হাইড্রেশন পেতে বডি লোশন লাগিয়ে নিন




 

উপকারিতাঃ

এই স্ক্রাবটি ডেড স্কিন সেল দূর করে স্কিনকে করে তোলে উজ্জীবিত স্মুথ। কোকোনাট অয়েল ত্বককে ময়েশ্চারাইজ রাখে। অন্যদিকে চিনি ন্যাচারাল এক্সফোলিয়েন্ট হিসেবে কাজ করে।

Back to top