কফি অ্যান্ড কোকোনাট অয়েল আই সেরাম

August 29, 2023




উপাদানঃ

  •   টেবিল চামচ কোকোনাট অয়েল

  • / হাফ চা চামচ কফি








 প্রস্তুতপ্রণালীঃ

.একটি ছোটো বাটিতে কোকোনাট অয়েল কফি মিশিয়ে নিন।

.চোখের নীচের অংশে আলতোভাবে সেরামটি লাগিয়ে নিন।

.সার্কুলার মোশনে কয়েক মিনিট ধরে ম্যাসাজ করুন।

.এভাবে ১০-১৫ মিনিট রেখে দিন।

.পানি দিয়ে ধুয়ে নিন। এরপর মুছে ফেলুন। 



উপকারিতাঃ

এই আই সেরামটি চোখের চারপাশের ডার্ক সার্কেল ফোলাভাব কমায়। কফি চোখের নিচের রক্ত চলাচল বৃদ্ধিতে সাহায্য করে এবং কোকোনাট অয়েল হাইড্রেশনে বজায় রাখে।

Back to top