আপনার ত্বক কী চায় জানেন?

May 20, 2023

ত্বক শব্দটা সকলেরই পরিচিত। আর তা হওয়াটা স্বাভাবিক, কারণ মানব দেহের মোট ওজনের ১৫ শতাংশই শুধুমাত্র আমাদের ত্বকের। কিন্তু এই ত্বক নিয়ে আমরা কতোটাই বা সচেতন? আর কতোটুকুই বা আমরা জানি বহিরাঙ্গের গুরুত্বপূর্ণ এই অঙ্গ সম্পর্কে? কীভাবেই বা করতে হয় এর যত্ন? 

তবে ত্বকের যত্নের আগে প্রয়োজন ত্বকের বিভিন্ন সমস্যা এবং তাদের কারণ জানা ..

নগরায়নের প্রভাব প্রতিনিয়তই ক্ষতি করছে আমাদের। শরীরের সকল অঙ্গ কোনো না কোনো ভাবে এতে ক্ষতিগ্রস্থ হলেও, সবচাইতে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে আমাদের ত্বক। দষূণের অতি বিস্তার বিরূপ প্রভাব ফেলছে ত্বকের উপরে। তাছাড়া নিজেদের অসচেতনতা এবং অভ্যাস জনিত কিছুভুল জীবন যাপনও ত্বকের উপর প্রভাব ফেলে। 





সাধারণত জ্বর সর্দি কিংবা মাথা ব্যাথা হলে চট করেই মাথায় চলে আসে প্যারাসিটামলের নাম। তেমনি সূর্যের ক্ষতিকর রশ্মিতে ত্বক পুড়িয়ে সেই ত্বকের কালচে ভাব আমরা মনে করি- একটা সাধারণ সানস্ক্রীন ক্রীম মাখলে বা একটা সাধারণ সাবান দিয়ে, কিংবা ক্ষতিকর কেমিক্যাল দিয়ে তৈরি ফেসওয়াশ দিয়ে মখু ধুয়ে নিলেই সানবার্ন থেকে সুরক্ষা বা রোদে পোড়া ত্বক আবারো পুনরুজ্জীবিত হয়ে উঠবে। কিন্তু যাচাই করি না এসব কসমেটিকসের গ্রহনযোগ্যতা ও সত্যতা।




আবার ব্রণ হলে তা মেকাপ দিয়ে কিংবা হাত দিয়ে যতক্ষণ অবধি না ঢাকছি ততক্ষণ যেন এর নিস্তার নেই। পরবর্তীতে সেগুলোই এই অসচেতনতার কারণে দাগে পরিণত হয়। যা সৌন্দর্যে সরাসরি দাগ কেটে দেয়। কিন্তু কখনোই সেই কেমিক্যাল যুক্ত ফেসওয়াশ এবং কসমেটিকসের উপরে প্রশ্ন করা হবে না। প্রশ্ন আসলেও নিজের ত্বকের উপরে শেষে দোষ আসবে নিজেরই। আবার অনেকেই মেছতা কিংবা দাগ ঢাকা নিয়েই ব্যস্ত। কেউ ঢাকে ঘোমটা কিংবা নেকাপ দিয়ে আবার কেউবা মেকাপের স্তরে। কিন্তু সঠিক সমধান নিয়ে চিন্তা থাকে না কারোই। লুকাতে লুকাতে একসময় আত্মবিশ্বাসেরও ঘাটতি চলে আসে অনেকের মাঝে। 




শুধুমাত্র এগুলোই নয়। মানষু ভেদে ত্বকের ভিন্নতার সঙ্গে সঙ্গে ত্বকের সমস্যারও রয়েছে বিষদ পরিধি সঙ্গে তাদেরও ভিন্নতা। আর সেই জন্যেই প্রয়োজন ত্বকের সম্পর্কে জানা। ত্বক কী চায় তা জানা, এবং যাচাই করে সচেতনতার সঙ্গে তাকে তাই দেয়া। 





ঠিক যেমনটা বায়োজিনে হয়। ত্বকের যত্ন নেয়ার আগে এখানে প্রত্যেককেই নিজেদের ত্বক সম্পর্কে অবিহিত করা হয় অত্যাধুনিক স্কিন এনালাইজারের মাধ্যমে। ত্বকে কী পরিমাণে পানি আছে কিংবা রূক্ষতা কতোটা - সবকিছুই সঠিকভাবে নির্নয়ের পাশাপাশি ত্বকের পরিস্থিতি দেখে চিকিৎসা কিংবা সমস্যা সমাধানে ডার্মোর্ম কসমেটিকস প্রদান করা হয়।




 

ত্বকের সমস্যা মেনে নিয়ে নিজের সঙ্গে লুকোচুরি খেলা বন্ধ করার সময় এসেছে এখনই।নিজেদের মাঝে ত্বকের প্রতি সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজন ত্বকের যত্নে সঠিক সীদ্ধান্ত গ্রহণ! আর ত্বকের সমস্যা সমাধানে বায়োজিন আছে সবার সামনেই।



Back to top