সুন্দর ঠোঁটের মিষ্টি হাসি সবাই ভালোবাসে । সেই ঠোঁটেই যদি দেখা যায় কালো দাগ বা কালচে ভাব, তাহলে আর আক্ষেপের শেষ থাকে না। মুখ সুন্দর থাকলেও অনেক সময় ঠোঁটের চারপাশের অংশ কালো থাকে ।
ঠোঁটের এই কালচে ভাব দূর করতে প্রয়োজন সেচেতনতা এবং কিছু বাড়তি যত্নের । ঠোঁটে কালো দাগের সমস্যায় ছেলে মেয়ে সবাই ভুগে থাকে ।
চলুন জেনে নেওয়া যাক ঠোঁট কালো হবার কিছু কারণ ও এর প্রতিকার ।
ঠোঁটে কালো দাগের কারনঃ
- সূর্যের ক্ষতিকর রশ্মিঃ সূর্যের ক্ষতিকর আলো শুধু ত্বকের জন্য না ঠোঁটের জন্যও ক্ষতিকর
- ম্যাট লিপস্টিক এর ব্যবহারঃ ম্যাট লিপস্টিক অতিরিক্ত ব্যবহারের ফলে ঠোঁট কালো হয়ে যায়
- শুষ্কতাঃ ঠোঁট অতিরিক্ত শুষ্ক থাকলে ঠোঁট কালো হয়ে যায়
- ধূমপান করাঃ অতিরিক্ত ধুমপানে ঠোঁট কালো হয়ে যায়
- নিম্ন মানের কসমেটিকঃ নিম্ন মানের কসমেটিক অতিরিক্ত ব্যবহারের ফলে ঠোঁট কালো হয়ে যায়
- রাতে লিপস্টিকঃ রাতে লিপস্টিক লাগিয়ে ঘুমালে ঠোঁট কালো হয়ে যায়
ঠোঁটে কালো দাগ দূর করার উপায়ঃ
- সপ্তাহে ২ বার লিপ মাস্ক ব্যবহার করতে হবে । আপনি চাইলে ২৪কে গোল্ড লিপ মাস্ক ব্যবহার করতে পারেন। ২৪কে গোল্ড লিপ মাস্ক ঠোঁটকে কোমল রাখে।
- সূর্যের আলো থেকে ঠোঁট প্রটেক্ট কর্তে বাইরে যাওয়ার আগে লিপ সানব্লক ব্যবহার করুন
- ম্যাট লিপস্টিক ব্যবহারের আগে লিপ সানব্লক লাগিয়ে নিন । লিপ সানব্লক শুধু সূর্যের ক্ষতিকর রশ্মি থেকেই না এটা ম্যাট লিপস্টিক এর ক্ষতিকর প্রভাব থেকেও রক্ষা করে
- যে কোন কসমেটিকস ব্যবহারের আগে এর গুনগত মান যাচাই করে নিন
- অতিরিক্ত শুষ্কতা থেকে ঠোঁটকে প্রটেক্ট করতে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে
- লেবুর রস খুব ভালো ব্লিচিং উপাদান হিসেবে বিবেচিত। ঠোঁটের কালো দাগ দূর করতে লেবুর রস খুবই কার্যকরী একটি উপকরণ। প্রতিদিন নিয়ম মেনে সামান্য লেবু চিপে তাজা রসটি দিয়ে ঠোঁট খুব ভালো ভাবে ম্যাসাজ করুন। কয়েক মিনিট ম্যাসাজ করার পর জল দিয়ে ধুয়ে ফেলুন। কিছু দিনের মধ্যেই ঠোঁটের রঙে পার্থক্য লক্ষ্য করবেন।
- ২ চামচ স্ট্রবেরি রসের সঙ্গে ১ চামচ পেট্রোলিয়াম জেলি মিশিয়ে ঠোঁটে হাল্কা করে রেখে দিন
- বাইরে থেকে এসে লিপস্টিক ভালো মানের টোনার দিয়ে পরিষ্কার করে নিতে হবে
- রাতে ঘুমানোর আগে ঠোঁটে আলমণ্ড অয়েল লাগিয়ে ঘুমান । সকালের আগে ধোয়ার দরকার নেই
- লেবু ও মধু ঠোঁটে লাগান।১ ঘণ্টা রেখে দিন । ধীরে ধীরে কালো ভাব দূর হবে
বিঃ দ্রঃ উপরিউক্ত যাই করুন না কেন বাইরে যাওয়ার আগে এবং লিপস্টিক দেওয়ার আগে অবশ্যই লিপ সানব্লক দিতে হবে
Facebook Comments